অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২২
অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

চলতি বছরের অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১৬টি দল মেলবোর্ন এবং ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। যেখানে বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেট দল। দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়া বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দলের প্রস্তুতি ম্যাচের সূচি জানিয়েছে আইসিসি। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রস্তুতি ম্যাচ শেষ হবে ১৯ অক্টোবর।

প্রস্তুতির সবগুলো ম্যাচ মেলবোর্ন এবং ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের দলগুলো ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে। যেগুলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এবং জংশন ওভালে অনুষ্ঠিত হবে। এছাড়া সরাসরি সুপার টুয়েলভে খেলা দলগুলো ১৭ থেকে ১৯ অক্টোবর ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচ খেলবে।
sportsmail24

১০ অক্টোবর জংশন ওভালে ওয়েস্ট ইন্ডিজ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে প্রস্তুতি ম্যাচের পর্ব। আর ১৯ অক্টোবর নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে প্রস্তুতি পর্ব।

বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এবং ১৯ অক্টোবর। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে আফগানিস্তান এবং দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাছাইপর্ব থেকে আসা দুটি দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি
১০ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, জাংশন ওভাল
১০ অক্টোবর : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, জাংশন ওভাল
১০ অক্টোবর : শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে, এমসিজি
১১ অক্টোবর : নামিবিয়া-আয়ারল্যান্ড, এমসিজি

১২ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, এমসিজি
১৩ অক্টোবর : জিম্বাবুয়ে-নামিবিয়া, জাংশন ওভাল
১৩ অক্টোবর : শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড, জাংশন ওভাল
১৩ অক্টোবর : স্কটল্যান্ড -সংযুক্ত আরব আমিরাত, এমসিজি

১৭ অক্টোবর : অস্ট্রেলিয়া-ভারত, গ্যাবা
১৭ অক্টোবর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৭ অক্টোবর : ইংল্যান্ড-পাকিস্তান, গাব্বা
১৭ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড

১৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান, গাব্বা
১৯ অক্টেবার : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর : নিউজিল্যান্ড-ভারত, গাব্বা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সারা বছর না খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্টোকস-উড

সারা বছর না খেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্টোকস-উড

বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড

বিশ্বকাপের স্কোয়াড দিলো অস্ট্রেলিয়া, দলে টিম ডেভিড

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে, সঙ্গী নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে, সঙ্গী নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান-বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান-বাংলাদেশ