পাঁচ ম্যাচেই জয়ের লক্ষ্য: সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৩ অক্টোবর ২০২২
পাঁচ ম্যাচেই জয়ের লক্ষ্য: সাকিব

ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে বাজেভাবে হারার পর ব্যাকফুটে বাংলাদেশ। টি- টোয়েন্টি বিশ্বকাপে হারের ব্রত্ত থেকে জয়ের জন্য হোবার্টে ঘাম ঝড়িয়ে যাচ্ছেন টাইগার খেলোয়াড়েরা।

সোমবার(২৪ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের মূল পর্বের প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কথা বলেন বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘ প্রতিটি ম্যাচ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডের সাথে আমরা যে পরিকল্পনা নিয়ে খেলবো ঠিক সমানভাবে ভারত-পাকিস্তানের সাথেও একই পরিকল্পনা নিয়ে খেলতে হবে। কোনো দলকে হালকাভাবে নেওয়া হচ্ছে না।’

বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয় আরো বলেন, ‘প্রতিটি ম্যাচেই জয়ের জন্য খেলতে নামবো। পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় ছাড়া অন্যকিছু ভাবনায় নেই। দলে ১৫ জন খেলোয়াড় আছে প্রতিটি খেলোয়াড় প্রস্তুত আছে, সেই যায়গা থেকে ১১ বাছাই করে মাঠে নামবে দল।’

দলের সামর্থ্য নিয়ে তিনি আরো যোগ করে বলেন, ‘টি-টোয়েন্টি ফরমাটে আমাদের রেকর্ড খুভই খারাপ তবে এবারের বিশ্বকাপে ভালো কিছু করার সামর্থ্য আছে দলের। দলের সবাই মুখিয়ে আছে সোমবার ম্যাচের জন্য।

দলের ফিনিশিং নিয়ে প্রশ্ন করলে অধিনায়ক বলেন, ‘স্পেসেফিক কারো উপর ভরসা করছি না। আমি চাই সবাই দায়িত্ব নিয়ে খেলুক, ওপেনাররা যদি সম্পুর্ন ম্যাচ শেষ করে আসে সে ক্ষেত্রে আমি বেশি খুশি হবো।

গ্রুপ বি তে, সোমবার(২৪ অক্টোবর) ওভালে নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়াও গ্রুপে বাকি ৪ দল গুলো হলো ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ও জিম্বাবুয়ে।

স্পোর্টসমেইল২৪/আরআইএম

 


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে সরিয়ে শীর্ষে সাউদি

সাকিবকে সরিয়ে শীর্ষে সাউদি

নবী-রশীদদের হারের স্বাদ দিয়ে জয়ে শুরু ইংল্যান্ডের

নবী-রশীদদের হারের স্বাদ দিয়ে জয়ে শুরু ইংল্যান্ডের

৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান

৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান

উইলিয়ামসনের রেকর্ড ভেঙে বাবরের পাশে কনওয়ে

উইলিয়ামসনের রেকর্ড ভেঙে বাবরের পাশে কনওয়ে