যোগ্য দল হিসেবে জিম্বাবুয়ে জিতেছে: আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৮ অক্টোবর ২০২২
যোগ্য দল হিসেবে জিম্বাবুয়ে জিতেছে: আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দুর্বল জিম্বাবুয়ের কাছে এক রানে হেরে সেমিতে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ পাকিস্তানের। দুর্বল জিম্বাবুয়ের কাছে হেরে সমালোচনায় পাকিস্তানের ক্রিকেটাররা। তবে দলটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি মনে করেন যোগ্য দল হিসেবে জয়লাভ করেছে জিম্বাবুয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ আফ্রিদী এক বার্তায় লিখেন, ‘পুরো ম্যাচে জিম্বাবুয়ে লড়াই করে জিতেছে। তাই জয়টা জিম্বাবুয়েনদের প্রাপ্য ছিল। জিম্বাবুয়ের প্রতিটি খেলোয়াড়ের আগ্রাসী মনোভব তাদের জিততে সহায়তা করেছে। তাদের পেস বোলিং অসাধারণ ছিলো। দিনশেষে যোগ্য দল হিসেবে তাদের জয় হয়েছে।’

এর আগে মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করে পাকিস্তান, পার্থে দুর্বল জিম্বাবুয়ের কাছে এক রানের হার কোন ভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তান ক্রিকেট সমর্থকেরা।

সামনের ম্যাচ গুলোতে পাকিস্তানের জন্য শুভ কামনা জানিয়ে শহীদ আফ্রিদি বলেন, ‘সামনের ম্যাচ গুলোতে লড়াই করে জিততে হবে। এখনই ভেঙে পরা যাবেনা, সামনে অনেক পথ বাকি আছে।’

জিম্বাবুয়ের কাছে হারে খাদের কিনারায় চলে যাওয়া পাকিস্তান দল নিজেরাও মেনে নিতে পারছে না।

গ্রুপ বি এ.২ ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। আর এখনও অবধি কোন জয় না পাওয়া পাকিস্তান আছে পঞ্চমস্থানে, তাদের নিচে আছে নেদারল্যান্ডস। অন্যদিকে অস্ট্রেলিয়ার মাঠে এখনো অবধি টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের মুখ দেখেনি বাবর আজমের দল।

পার্থের মাঠে রোববার(৩০ অক্টোবর) নেদারল্যান্ডের বিপক্ষে মাথে৪ নামবে পাকিস্তান।

স্পোর্টসমেইল২৪/আরআইএম


শেয়ার করুন :


আরও পড়ুন

সেমির যাত্রায় কঠিন পথে বাংলাদেশ-পাকিস্তান

সেমির যাত্রায় কঠিন পথে বাংলাদেশ-পাকিস্তান

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে

টানা দ্বিতীয় জয়ে টেবিলের শীর্ষে ভারত

টানা দ্বিতীয় জয়ে টেবিলের শীর্ষে ভারত

হিরো না পাওয়ার ম্যাচে বড় হারের লজ্জা

হিরো না পাওয়ার ম্যাচে বড় হারের লজ্জা