চট্টগ্রামে অনুশীলনে নেমেই হাসপাতালে সাকিব!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২
চট্টগ্রামে অনুশীলনে নেমেই হাসপাতালে সাকিব!

ওয়ানডে সিরিজ শেষে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ। তবে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ানোর মাত্র একদিন আগে অধিনায়ক সাকিব আল হাসানকে যেতে হলো হাসপাতালে। যদিও পরীক্ষা শেষে আবারও মাঠের অনুশীলনে ফিরেছেন টাইগার অধিনায়ক।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনে নেমেই আবারও মাঠ ছাড়েন সাকিব। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় হাসপাতালে।

জানা গেছে, অনুশীলনে নামার পর সাকিব পেশিতে টান অনুভব করেন। যদিও এটি তার পুরোনো। তবে নতুন করে আবারও অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাকিবের পেশির টানের বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

অনুশীলন শুরুর আগ মুহূর্তে মাঠ থেকে হাসপাতালে গেলেও কিছুক্ষণ পর আবারও মাঠে ফিরেন সাকিব আল হাসান। এ সময় দলের অন্যান্য সদস্যদের সাথে অনুশীলনও করেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুরুল হোসাইন চৌধুরী স্পোর্টসমেইল২৪-কে বলেন, “তার (সাকিব) এটি নিয়মিত চেকাপের অংশ। নতুন কোনো সমস্যা না এবং তার খেলতেও কোনো সমস্যা নেই।”

বুধবার (১৪ ডিসেম্বর) থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে। সিরিজের প্রথম টেস্টে নেই টাইগার ওপেনার তামিম ইকবার। কুঁচকির চোটের কারণে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের

চট্টগ্রামে ১শ’ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

চট্টগ্রামে ১শ’ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

রেকর্ড জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ভারত

রেকর্ড জয়ে হোয়াইটওয়াশ এড়ালো ভারত

টেস্ট দলে নতুন মুখ জাকির, দলে নেই তামিম

টেস্ট দলে নতুন মুখ জাকির, দলে নেই তামিম