ডিপিএলে ফিরেই বিজয়ের সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৬ মার্চ ২০২৩
ডিপিএলে ফিরেই বিজয়ের সেঞ্চুরি

ঘরের মাঠে সফররত ভারতের বিপক্ষে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি ওপেনার এনামুল হক বিজয়। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ভালো করতে না পারায় ইংল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়েন তিনি। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এ টাইগার ব্যাটার।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার আবাহানীর হয়ে খেলছেন এনামুল হক বিজয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিজের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী।

নাঈম শেখে সাথে ওপেনিং জুটিতে ব্যাট করতে নেমে ১০৪.২৪ স্ট্রাইক রেটে ১২৩ রান করেন বিজয়। ১৭৭ মিনিট উইকেটে থেকে ১১৮ বলের বিজয়ের এই ইনিংসে ৬টি চার এবং ৬টি ছক্কার মার ছিল।

সেঞ্চুরি করার পর তার স্বভাবসুলভ নিয়মেই ব্যাট ও হেলমেট উচিয়ে উদযাপন করেন বিজয়। মাথার হেলমেটে এঁকে দেন চুমু।
sportsmail24

ইংল্যান্ড সিরিজের জায়গা না পাওয়া বিজয় আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও দলে নেই। ডিপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠায় আবার নির্বাচকদের দৃষ্টি কাঁড়বেন।

গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা বিজয় ১৫ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৮১.২৮ গড়ে ১১৩৮ রান করেছিলেন। যা ডিপিএলের যেকোনো আসরের সর্বোচ্চ রান

দেশের ঘরোয়া আসরটি লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম কোনো ব্যাটার ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের অনন্য রেকর্ড গড়েন বিজয়। আর এবার প্রথম ম্যাচেই হাঁকালেন সেঞ্চুরি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে বিজয়ের ‘সেঞ্চুরি’

বিপিএলে বিজয়ের ‘সেঞ্চুরি’

সাকিব-বিজয়-সোহানকে শাস্তি দিলো বিসিবি

সাকিব-বিজয়-সোহানকে শাস্তি দিলো বিসিবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবারও স্পন্সর ওয়ালটন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবারও স্পন্সর ওয়ালটন

লিস্ট ‘এ’-তে দশ হাজারী ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম

লিস্ট ‘এ’-তে দশ হাজারী ক্লাবে প্রথম বাংলাদেশি তামিম