চমক নিয়ে ফিরছে কানাডার ‘গ্লোবাল টি-টোয়েন্টি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৬ পিএম, ১৯ মে ২০২৩
চমক নিয়ে ফিরছে কানাডার ‘গ্লোবাল টি-টোয়েন্টি’

ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং কিংবা স্টিভেন স্মিথদের বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে হইছই ফেলে দিয়েছিল কানাডা। করোনভাইরাসের প্রকোপে দুই আসরের পর ‘গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা’ মাঠে গড়ায়নি। পৃথিবী এখন করোনার প্রভাবমুক্ত, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডাও ফিরছে চমক নিয়ে।

কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট অন্টারিওর ব্র্যাম্পটন স্পোর্টস পার্কে ২০ জুলাই থেকে মাঠে গড়াবে। ক্রিকেট কানাডা ও গ্লোবাল টি-টোয়েন্টি ম্যানেজম্যান্টের আয়োজনে এই টুর্নামেন্ট চলবে ৬ আগস্ট পর্যন্ত। গ্লোবাল টি-টোয়েন্টি ম্যানেজম্যান্ট উত্তর আমেরিকায় ক্রিকেটের প্রসার নিয়ে কাজ করছে।

৬টি ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় অংশ নিতে পারবে। প্রতিটি স্কোয়াডে থাকবে ১৬ জন ক্রিকেটার। তার মধ্যে দুজন মার্কি ক্যাটাগরিতে (বিশ্বব্যাপি পরিচিত তারকা ক্রিকেটার), ৩ জন কানাডার জাতীয় দলের ক্রিকেটার এবং ৩ জন থাকবেন কানাডার ইমার্জিং ক্রিকেটার। ১৮ দিনের ব্যবধানে তারা খেলবেন ২৫টি ম্যাচ।

এ টুর্নামেন্ট আবার মাঠে গড়ানো নিয়ে রোমাঞ্চিত ক্রিকেট কানাডার প্রেসিডেন্ট রাশপাল বাজওয়া। বলেন, ‘কানাডার অন্যতম প্রধান এই ইভেন্টের ঘোষণা দিতে পেরে ক্রিকেট কানাডা অনেক রোমাঞ্চিত। গ্লোবাল টি-টোয়েন্টি আবার ফিরছে, আগের আসরগুলোর মতো এবারও ক্রিকেট ভক্তদের বিনোদিত করতে পারবে এ টুর্নামেন্ট।’


শেয়ার করুন :