তাওহিদ হৃদয়ের ব্যাটিং ঝড়ে সাকিবদের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২৩
তাওহিদ হৃদয়ের ব্যাটিং ঝড়ে সাকিবদের হার

চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুর্দান্ত ফর্মে রয়েছেন জাফনা কিংসের হয়ে খেলা বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। ব্যাট হাতে দারুণ এক পারফম্যান্সে জাতীয় দলের সতীর্থ সাকিব হাসানের দল গল টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছেন। ব্যাট হাতে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেছেন হৃদয়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের দল গল টাইটান্স ৯ উইকেটে ১১৭ রানের সংগ্রহ গড়ে। দলের পক্ষে ব্যাট হাতে ভালো করতে পারেননি আগের ম্যাচে তাণ্ডব চালানো টিম সেইফার্ট। সাকিবও ছিলেন ব্যর্থতার কাতারে।

জবানে ব্যাট করতে নেমে ৪৪ বল বাকি রেখেই ৮ উইকেটে জয় তুলে নেয় হৃদয়ের দল জাফনা কিংস। দলের পক্ষে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন হৃদয়ে। ২৩ বলে হৃদয়ের এমন বিধ্বংসী ইনিংসে বড় জয় পায় জাফনা।

ব্যাট করতে নেমে ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে গল। এরপর দলের হাল ধরেন দাসুন শানাকা। ২৪ বলে দুই চার ও ছয়ে ৩০ রানে দলের সংগ্রহ বাড়ান তিনি। একই ওভারে তাকে ও আকিলা ধনাঞ্জয়াকে ফিরিয়ে ধাক্কা দেন নান্দ্রে বার্গার।

শেষ ওভারে পড়ে আরেকটি উইকেট। শানাকা ও সেইফার্ট ছাড়া শেভন ড্যানিয়েল (২৫) ও লাসিথ ক্রুসপুরে (১৯) দুই অঙ্কের ঘরে রান করেন। এর আগে ব্যাট হাতে ৯ বলে ৬ রান করেন সাকিব আল হাসান।

১১৮ রানের লক্ষ্যে ১৭ রানেই সাকিবের বলে ভাঙে জাফনার উদ্বোধনী জুটি। এরপর ক্রিজে নামেন তাওহিদ হৃদয়। রহমানউল্লাহ গুরবাজকে নিয়ে সহজ জয়ের ভিত গড়েন বাংলাদেশি ব্যাটার। পঞ্চম ওভারে সাকিবের মুখোমুখি হয়ে প্রথম বলেই ছয় মারেন। পরের বলেও চার মারেন।

১৩তম ওভারে টানা দুটি ছক্কা মেরে দলকে জেতান হৃদয়। ২৩ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৪ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে ৩৭ বলে এলপিএলে নিজের পঞ্চম ফিফটি মারেন গুরবাজ।

৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৫৪ রান করেন আফগানিস্তান ব্যাটার। ১২.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান করে জাফনা। ব্যাট হাতে বড় ইনিংস কেলতে না পারলেও ম্যাচে নেওয়া দুটি উইকেটই শিকার করেন সাকিব।

তবে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জাফনার ভেল্লালাগে।

আসরে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তাওহিদ হৃদয়ের দল জাফনা কিংস। অন্যদিকে, সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে সাকিবের গল টাইটান্স।


শেয়ার করুন :