ভারতের সামনে কাবু প্রোটিয়ারা, গড়লো লজ্জার রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৫ নভেম্বর ২০২৩
ভারতের সামনে কাবু প্রোটিয়ারা, গড়লো লজ্জার রেকর্ড

বিশ্বকাপে ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দেওয়া দক্ষিণ আফ্রিকা দাঁড়াতেই পারলো না। স্বাগতিক ভারতের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ৮৩ রানেই গুটিয়ে গেছে প্রোটিয়ারা। যা নিজেদের বিশ্বকাপ ইতিহাসে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ গড়ে ভারত। ব্যাট হাতে ১২১ বলে ১০১ রান করেন বিরাট।

জবাবে ব্যাট করতে নেমে রবিন্দ্র জাদেজার বোলিং তোপে মাত্র ৮৩ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ইতিহাতে দক্ষিণ আফ্রিকার এটি সর্বনিম্ন দলীয় রান। এর আগে বিশ্বকাপে প্রোটিয়াদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ১৪৯ রান।

ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এটি যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০০৮ এবং ২০২২ সালে ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ৮৩ রানের আরও দুইবার গুটিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে প্রোটিয়াদের। এছাড়া এ ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর হলো ৬৯ রান। ১৯৯৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ লজ্জার রেকর্ড গড়েছিল তারা।

দক্ষিণ আফ্রিকাকে মাত ৮৩ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে জাদেজা ৯ ওভারে ৩৩ রান দিয়ে শিকার করেন ৫টি উইকেট। এছাড়া মোহাম্মদ শামি এবং কুলদ্বীপ যাদব ২টি করে উইকেট নেন।

এর আগে নিজের জন্মদিনে ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন কোহলি। লিটল মাস্টারের রেকর্ড স্পর্শ করা কোহলির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রান করে ভারত। ১২১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন কোহলি।

জবাবে জাদেজার ঘূর্ণিতে ২৭.১ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ৩২৭ রানের টার্গেটে দ্বিতীয় ওভার থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ১৪তম ওভারে ৪০ রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকাকে মূলত হারের মুখে ঠেলে দেন জাদেজা। ডেভিড মিলারকে ১১ রানে, মহারাজকে ৭ রানে ও রাবাদাকে ৬ রনে আউট করেন জাদেজা। রাবাদাকে আউট করে ওয়ানডেতে দ্বিতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন জাদেজা। ক্যারিয়ার সেরা ৯ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নেন জাদেজা।

বিরাট কোহলির সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজার ৫ উইকেটে রান বিবেচনায় প্রোটিয়ারদের বিপক্ষে ওয়ানডেতে ও বিশ্বকাপে ভারতের এটিই সবচেয়ে বড় জয়।

এ জয়ে ৮ ম্যাচের সবগুলোতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো টিম ইন্ডিয়া। এতে শীর্ষে থেকেই সেমিফাইনাল খেলতে নামবে ভারত।

এছাড়া বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠলো ভারত। টানা ১১ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার দখলে। চলমান আসরে ৮ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলো দ্বিতীয় দল হিসেবে আগেই সেমির টিকিট পাওয়া দক্ষিণ আফ্রিকা।


শেয়ার করুন :