ডিসেম্বরে আইসিসির সেরা হওয়ার দৌড়ে তাইজুল ইসলাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪
ডিসেম্বরে আইসিসির সেরা হওয়ার দৌড়ে তাইজুল ইসলাম

বছরের শেষ মাস ডিসেম্বরে আইসিসি'র পুরুষ ক্যাটাগরীতে সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। আইসসির সেরা হওয়ার দৌড়ে তাইজুলের এটিই প্রথম মনোনয়ন পাওয়া।

সোমবার (৮ জানুয়ারি) আইসিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে তাইজুলের সেরা হওয়ার পথে বাকি দুই প্রতিদ্বন্দ্বি হলেন- অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।

বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে বাংলাদেশের টেস্ট জয়ে বল হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন তাইজুল ইসলাম। টেস্টটি ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে ৩৯ ওভার বল করে ১০৯ রান দিয়ে শিকার করেছিলেন ৪টি উইকেট।

তবে দ্বিতীয় ইনিংসে আরও ভয়ঙ্কর ছিলেন তাইজুল। ৩১.১ ওভারে ৭৫ রান দিয়ে শিকার করেছিলেন ৬টি উইকেট। তাইজুলের পর নাঈমের ২ উইকেট শিকার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ওই ম্যাচে দারুণ বোলিং করার এবার আইসিসি মাস সেরা হওয়ার দৌড়ে মনোনয়ন পেলেন তিনি।

ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার পথে তাইজুলের প্রতিদ্বন্দ্বি রয়েছের আরও দু'জন। তারা হলেন- অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস।


শেয়ার করুন :