তামিমের কাউন্সিলারশিপ বাতিল চেয়ে আবেদন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫
তামিমের কাউন্সিলারশিপ বাতিল চেয়ে আবেদন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৫ এ খসড়া কাউন্সিলারশিপ পাওয়া তামিম ইকবালের বৈধতা নিয়ে আপত্তি জানানো হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণের দিন বুধবার (২৪ সেপ্টেম্বর) এ আপত্তি জানানো হয়।

বিসিবির আসন্ন নির্বাচনে ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর (ভোটার) হয়েছেন তামিম ইকবাল। তবে সাবেক ক্রিকেটার হালিম শাহ নির্বাচন কমিশন বরাবর তামিমের কাউন্সিলারশিপ বাতিল চেয়ে করা আবেদন করেন।

তামিম ইকবালের কাউন্সিলারশিপ বাতিলের আপত্তিতে মোট পাঁচটি কারণে কথা উল্লেখ করা হয়েছে। আপত্তি জানানো আবেদন পত্রটি স্পোর্টসমেইলের হাতে এসেছে।

সেখানে মোটাদাগে যে দাবিগুলো করা হয়েছে তা হলো- তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর হতে পারেন না।

যদিও চলতি বছরের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এছাড়া ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলারশিপ পাওয়া তামিম ইকবাল ক্লাবটি কেউ নয় বলেও দাবি করা হয়েছে।

তামিম ইকবাল ছাড়াও বেশ কয়েকজনের কাউন্সিলারশিপ নিয়ে বিসিবির নির্বাচন কমিশনের কাছে আপত্তি জমা পড়েছে। বিসিবি নির্বাচনী তফসিল মতে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সেগুলোর উপর শুনানি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তফসিল অনুযায়ী আগমী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচনের কথা রয়েছে। বিসিবির এ নির্বাচনে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল পরিচালক নির্বাচনের পর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



শেয়ার করুন :