নারী ক্রিকেটারদের নির্যাতনের অভিযোগে টালমাটাল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটির দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মহিলা উইং থেকে আব্দুর রাজ্জাককে সরিয়ে দিয়ে রুবাবা দৌলাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বোর্ড থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিবৃতিতে খালেদ মাসুদ পাইলটের দায়িত্বও পরিবর্তন করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেটের মহিলা উইংয়ের চেয়ারপারসনের পদ গ্রহণ করবেন রুবাবা দৌলা। তিনি আব্দুর রাজ্জাক রাজের স্থলাভিষিক্ত হবেন।
এছাড়া আবদুর রাজ্জাক এখন খালেদ মাসুদের স্থলাভিষিক্ত হয়ে হাই পারফরম্যান্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই পদে থাকা পাইলট এখন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে যোগ দেবেন। যা আগে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম নিজের হাতে রেখেছিলন।
চলতি বছরের ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বিসিবি। তখনো বিসিবি পরিচালক হননি রুবাবা। চলতি নভেম্বর মাসের ৩ তারিখ এনএসসি থেকে তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। পরিচালক হওয়ার পর এবার কমিটির দায়িত্ব পেলেন তিনি।
