চালু হলো ডিএলএস’র নতুন নিয়ম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ এএম, ০১ অক্টোবর ২০১৮
চালু হলো ডিএলএস’র নতুন নিয়ম

আইসিসি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছিল নতুন নিয়মের কথা৷ আর গতকাল রোববার থেকেই তা চালু হয়ে গেল৷ কিম্বারলিতে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ থেকে চালু হল ডাকওয়ার্থ-লুইস'র (ডিএলএস) নতুন নিয়ম৷ একই সঙ্গে চালু হল আইসিসি-র নতুন কোড অফ কন্ডাক্ট এবং প্লেয়িং কন্ডিশন৷

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ডিএলএস'র দ্বিতীয় আপডেট হয়েছিল ২০১৪৷ চার বছর আগে দ্বিতীয় ভার্সেন চালু হয়েছিল সীমিত ওভারের ক্রিকেটে৷ ডিএলএস সিস্টেমে বল-বাই-বল অ্যানালিস৷ এমনকী পাওয়ার প্লে-তেও৷ এই চার বছরে খেলা হয়েছে ৭০০টি ওয়ান ডে এবং ৪২৮টি টি-২০ ম্যাচ৷

নতুন নিয়মে ইনিংসের শেষ দিকে যে দল বেশি রান করতে তারা একটু বেশি সুবিধা পাবে৷ যেমন- ওয়ানডের ক্ষেত্রে ইনিংসের শেষ ২০ ওভারের রান-রেট বেশি গুরুত্ব পাবে৷ পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটেই এই নিয়ম প্রজোয্য হবে৷ তবে ২০১৯ বিশ্বকাপের (ওয়ান ডে) কথা ভেবে বিশেষ কোনও পরিবর্তনের রাস্তায় হাঁটেনি আইসিসি৷

এছাড়াও নতুন নিয়মে প্লেয়ারদের কোড অফ কান্ডাক্টেও বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে৷ ২ জুলাই ডাবলিনে আইসিসির বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়৷ নতুন নিয়মে লেভেল ৩ অফেন্সের জন্য ৮ থেকে সাসপেনসন পয়েন্ট বেড়ে হয় ১২৷ অর্থাৎ ৬টি টেস্ট এবং ১২টি ওয়ান ডে ম্যাচের সমতুল্য৷ এখন থেকে লেভেল ১,২,৩ চার্জ দিতে পারবেন ম্যাচ রেফারি৷ লেভেল ৪ চার্জের শুনানি হবে জুডিসিয়াল কমিশনে৷


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নেই ধাওয়ান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে নেই ধাওয়ান

শিরোপা জয়ে করণীয় জানালেন মাশরাফি

শিরোপা জয়ে করণীয় জানালেন মাশরাফি

হাসপাতাল ছাড়লেন সাকিব

হাসপাতাল ছাড়লেন সাকিব

বাবা হলেন ইমরুল কায়েস

বাবা হলেন ইমরুল কায়েস