প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে কুবরার ৬ উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ পিএম, ০৮ অক্টোবর ২০১৮
প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে কুবরার ৬ উইকেট

সোমবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে এ অফস্পিনারের ঘূর্ণি জাদুতে ৯৪ রানেই গুটিয়ে গেছে সফরকারী পাকিস্তান।কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ উইকেট শিকার করলেন খাদিজাতুল কুবরা।

ওয়ানডে ক্রিকেটে এর আগে বাংলাদেশের কেউ পায়নি ৫ উইকেট। সর্বোচ্চ ৪ উইকেট নেয়ার কীর্তি ছিল কুবরারই। সোমবার ৯.৫ ওভারে ২০ রানে ৬ উইকেট নিয়ে বিধ্বস্ত করেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে টি-টুয়েন্টি ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নেন জাহানারা আলম। টি-টুয়েন্টির পর ওয়ানডেতেও এবার বাংলাদেশের মেয়েরা দেখালেন বোলিং নৈপুণ্যের দুর্দান্ত প্রদর্শনী।

ওয়ানডে ক্রিকেটে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে বিশ্বের দুই বোলারের। সোমবার সে রেকর্ডে ভাগ বসাতে পারতেন কুবরা। শেষ দিকে কট অ্যান্ড বোল্ডের সুযোগ মিস করায় তা পারেননি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। ওপেনিং জুটি থেকে চলে আসে ৩৮ রান। বল হাতে নেয়ার পরই লেখা হতে থাকে কুবরা-কাব্য।

সর্বোচ্চ ২৯ রান করা জাভেরিয়া খানকে ফ্লাইটে বোকা বানিয়ে কট অ্যান্ড বোল্ডে ফেরান কুবরাই। আউট হয়েও কুবরার মাথা হাত রেখে অভিনন্দন জানান পাকিস্তান অধিনায়ক। এরপর একে একে তার শিকার ৬ উইকেট।

রুমানা আহমেদ দুটি, জাহানারা আলম ও লতা মণ্ডল নেন একটি করে উইকেট। ৩৪.৫ ওভারের বেশি খেলতে পারেনি টি-টুয়েন্টি সিরিজ জেতা পাকিস্তানের মেয়েরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

২৬ মাস পর টেস্ট ফিরেই উজ্জ্বল হাফিজ

২৬ মাস পর টেস্ট ফিরেই উজ্জ্বল হাফিজ

চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মাহমুদউল্লাহ

চ্যালেঞ্জের জন্য প্রস্তুত মাহমুদউল্লাহ

গেইলের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি

গেইলের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি

তাসকিন কান্দাহারের প্রধান অস্ত্র

তাসকিন কান্দাহারের প্রধান অস্ত্র