মালিঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১১ অক্টোবর ২০১৮
মালিঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

দেশ জুড়ে #Me tooঝড়৷ এবার Me too মুভমেন্টে আরও এক সেলিব্রিটির বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ। শ্রীলঙ্কান পেসার লাসিত মালিঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন ভারতীয় জয়প্রিয় এক গায়িকা।

দক্ষিণী গায়িকা চিন্ময়ী শ্রীপদ টুইটারে লংকান টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্ময়ী লিখেছেন, ‘আইপিএল চলাকালীন শ্রীলঙ্কার পেসার আমার সঙ্গে যৌন হেনস্তা করেছিল। হোটেলে এক বন্ধুকে খুঁজতে খুঁজতে মালিঙ্গার সঙ্গে দেখা হয়৷ সেসময়ই ঐ বন্ধু মালিঙ্গার ঘরে রয়েছে বলে জানান শ্রীলঙ্কার পেসার। এরপর ঘরের মধ্যে অসভ্য আচরণ করেন পেসার৷ শুধু তাই নয় শরীর নিয়ে খেলা শুরু করে মালিঙ্গা। সেবার এক হোটেলকর্মী সম্মান বাঁচিয়ে দিয়েছিল। হোটলকর্মী ঠিক সময়ে দরজায় নক না করলে বিপদ ঘটতে পারত। সেযাত্রায় কোনওরকমে পালিয়ে বাঁচি।’

এর আগে #Me too ক্যাম্পেনের মাধ্যমে একাধিক সেলিব্রিটিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। প্রথম অভিযোগ উঠে নানা পাটাকারের বিরুদ্ধে। বলিউডের এক সময়ের নায়িকা তনুশ্রী দত্ত নানা পাটকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এরপর একে একে অলোক নাথ, বরুণ গ্রোভার, বিকাশ বেহেল,চেতন ভগত, রজত কপুরের বিরুদ্ধেও যৌন হেনস্তার অভিযোগ ওঠে।

ক্রিকেটারের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়, এর আগে শ্রীলঙ্কান বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ে সিরিজে নেই সাকিব-তামিম, চমক ফজলে রাব্বি

জিম্বাবুয়ে সিরিজে নেই সাকিব-তামিম, চমক ফজলে রাব্বি

নারী বিশ্বকাপের স্কোয়াডে অধিনায়ক নেই পাকিস্তানের

নারী বিশ্বকাপের স্কোয়াডে অধিনায়ক নেই পাকিস্তানের

ধোনির ফর্মে নির্ভর করছে ভারতের দল

ধোনির ফর্মে নির্ভর করছে ভারতের দল

২৬ বলে অলআউট চায়না

২৬ বলে অলআউট চায়না