নিষিদ্ধ লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮
নিষিদ্ধ লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া

ছবি: ক্রিকইনফো

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে শ্রীলঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া নিষিদ্ধ হয়েছেন। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকিলা বল ছাড়ার সময় নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়েও হাত বেশি বাঁকাচ্ছেন। সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বোলারদের সতর্ক করার ব্যাপারে আইসিসির যে আইন রয়েছে তার ১১.১ ধারা অনুযায়ী ধনঞ্জয়ার এই বোলিং অ্যাকশন বিশ্বের সব দেশই তাদের স্থানীয় লিগের জন্য নিষিদ্ধ বলে ধরে নেবে। তবে ১১.৫ ধারা অনুযায়ী এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে সে দেশের স্থানীয় লিগে বল করতে পারবেন এই অফ স্পিনার। তবে সেটা অবশ্যই বোর্ডের নজরদারির মধ্যে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া। ১৪ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয় আকিলাকে। পরীক্ষার পর আকিলার বোলিংয়ে চাকিংয়ের প্রমাণিত হয়। তবে তিনি তার বোলিং অ্যাকশন পরিবর্তন করে ফের আইসিসির কাছে পরীক্ষা দিয়ে জাতীয় দলে ফিরতে পারবেন।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া আকিলা দেশের হয়ে বোলিংয়ে চমৎকার ভূমিকা রাখছেন। আসন্ন বিশ্বকাপের আগে পঁচিশ বছর বয়সী এ খেলোয়াড় দলে ফিরত পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকাতেই সিরিজ নিশ্চিত চায় বাংলাদেশ

ঢাকাতেই সিরিজ নিশ্চিত চায় বাংলাদেশ

বোলারদের প্রশংসায় ভাসালেন কোহলি

বোলারদের প্রশংসায় ভাসালেন কোহলি

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

নিজ দেশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোহলিদের রেকর্ড

অল্প রান মোকাবেলায় উইকেট হারানো নিয়ে যা বললেন মাশরাফি

অল্প রান মোকাবেলায় উইকেট হারানো নিয়ে যা বললেন মাশরাফি