অনুষ্কাকে মাঠেই জড়িয়ে ধরলেন বিরাট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৭ জানুয়ারি ২০১৯
অনুষ্কাকে মাঠেই জড়িয়ে ধরলেন বিরাট

ছবি : এনডিটিভি

৭১ বছরে কোন অধিনায়কের হাত ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। অবশেষে ভারতের সাফল্যের বরপুত্র বিরাট কোহলির ধরে এলো সেই মাহেন্দ্রক্ষণ।

বড় সাফল্যের পেছনে প্রিয়জন হয়তো সব সময় অনুপ্রেরণা হয়ে থাকে। কোহলির হাত ধরে সিরিজ জয়ের পেছনে তাঁর সহধর্মিণীর অনুপ্রেরণা সব সময় থাকে তা আজ মাঠেই প্রমাণ মেললো।

বৃষ্টির কারণে সিডনি টেস্টের পঞ্চম দিন সোমবার একটি বলও করা যায়নি। আম্পায়াররা দুই অধিনায়কের সঙ্গে কথা বলেই টেস্টটি ড্র ঘোষণা করেছেন। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত।

সিরিজ জয়ের ঘোষনার পর গ্যালারি থেকে মাঠে বিরাটের কাছে চলে আসেন অনুষ্কা। দু’জনের চোখেই জল। কেউ কিছু বলতে পারছিলেন না। এর পর অনুষ্কার মাথায় হাত রাখেন বিরাট। মুচকি হেসে অনুষ্কাকে জরিয়ে ধরেন বিরাট।

বিরাট বরাবরই বলেন, অনুষ্কা তাঁর জীবনের অন্যতম অনুপ্রেরণা। আর বিরাটের অধিনায়কত্বে ভারতের এই ঐতিহাসিক সিরিজ জয়ের সাক্ষী রইলেন স্ত্রী অনুষ্কাও।

জয়ের পর সংবাদ সম্মেলনে বিরাট বলেন, ‘‘প্রথমে আমি এটা বলতে চাই, এত গর্বিত এর আগে কখনও হইনি। গত ১২ মাস ধরে আমাদের দলের মধ্যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এখান থেকেই রূপান্তরের শুরু যখন আমি অধিনায়ক হিসেবে নামি।''

অনূভূতি জানাতে গিয়ে কোহলি বলেন, ‘‘একটাই শব্দ বলতে চাই। আমি গর্বিত। এই দলের অধিনায়কত্ব করা আমার কাছে গর্বের এবং প্রাপ্তির। খেলোয়াড়রা চমৎকার খেলে অধিনায়ককে সফল করেছে। অবশ্যই এই মুহূর্তটাকে উপভোগ করতে চাই।''


শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাস গড়লো কোহলির ভারত

ইতিহাস গড়লো কোহলির ভারত

৭১ বছরের অপ্রাপ্তি জয়ের পর যা বললেন বিরাট

৭১ বছরের অপ্রাপ্তি জয়ের পর যা বললেন বিরাট

৩১ বছর পর দেশের মাটিতে লজ্জায় অস্ট্রেলিয়া

৩১ বছর পর দেশের মাটিতে লজ্জায় অস্ট্রেলিয়া

এক ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

এক ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক