ওয়ানডে থেকে বুমরাকে ছেঁটে ফেললো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৮ জানুয়ারি ২০১৯
ওয়ানডে থেকে বুমরাকে ছেঁটে ফেললো ভারত

ফাইল ছবি

টেস্ট সিরিজে বোলারদের মধ্যে সেরা ফর্মে থাকা জসপ্রীত বুমরাহ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজে রাখা হচ্ছে না বলে বেশ কয়েকটি ভারতী গণ্যমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নেন বুমরা। তিনি এবং অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন সব চেয়ে বেশি উইকেট পেয়েছেন। দুজনেই ২১টা করে উইকেট নেন।

কিন্তু লায়নের যেখানে বোলিং গড় ৩০ উপরে সেখানে বুমরার বোলিং গড় অবিশ্বাস্য ১৭। ওভার প্রতি রান দিয়েছেন ২.২৭। ভারতীয় পেসারদের মধ্যে সব চেয়ে বেশি বল করতে হয়েছে বুমরাকেই— ১৫৭.১ ওভার।

ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করছেন, টেস্টে সব চেয়ে বেশি প্ররিশ্রম করতে হয়েছে বুমরাকেই। তাই ওয়ানডে দলে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যেমের খবরে বলা হয়েছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন ভারতীয় দলে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ বলে অত্যাধুনিক ব্যবস্থাপনা রয়েছে। কে কতটা পরিশ্রম করছে, সে সব মেপে ঠিক করা হয় কাকে ম্যাচে খেলানো যাবে আর কার বিশ্রাম দরকার।

অস্ট্রেলিয়া সিরিজে দেখা যাচ্ছে, পেসারদের মধ্যে সব চেয়ে বেশি দৌড়াতে হয়েছে বুমরাকে। সেই কারণে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। খুব অঘটন না ঘটলে বুমরা দেশেই ফিরে গিয়ে বিশ্রাম নেবেন। সামনেই রয়েছে আইপিএল এবং বিশ্বকাপ। এই দু’টো টুর্নামেন্টে সব চেয়ে বেশি ঘাম ঝরাতে হয়। বিশেষ করে জুনে বিশ্বকাপের কথা ভেবে বুমরাকে এখন দেখেশুনে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

৭১ বছরের অপ্রাপ্তি জয়ের পর যা বললেন বিরাট

৭১ বছরের অপ্রাপ্তি জয়ের পর যা বললেন বিরাট

এক ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

এক ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

সিরিজ জিতে পূজারাকেও নাচতে বাধ্য করলেন কোহলিরা

সিরিজ জিতে পূজারাকেও নাচতে বাধ্য করলেন কোহলিরা

অনুষ্কাকে মাঠেই জড়িয়ে ধরলেন বিরাট

অনুষ্কাকে মাঠেই জড়িয়ে ধরলেন বিরাট