৮ টাইগার নিউজিল্যান্ড যাচ্ছেন বুধবার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯
৮ টাইগার নিউজিল্যান্ড যাচ্ছেন বুধবার

ফাইল ছবি

আসন্ন সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড যাচ্ছেন ৮ ক্রিকেটার। বুধবার (৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের নিউজিল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।

বিপিএলের কারণে নিউজিল্যান্ডে দুই দফায় ক্রিকেটার পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। প্রথম বহর যাবে ৬ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় বহর যাবে বিপিএলের ফাইনাল শেষ করে ৯ তারিখের ফ্লাইটে।

তাই বিপিএলে বাদ পড়া দলগুলোর মধ্যে যেসব খেলোয়াড় আসন্ন নিউজিল্যান্ড সফরে ডাক পেয়েছেন তারা যাচ্ছেন প্রথম দফায়। এর মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান এবং নাঈম হাসান। এই ৮ জনের সঙ্গে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও সফর সঙ্গী হবেন।

এছাড়া স্কোয়াডের বাকি ছয় সদস্যই এখনো টিকে রয়েছেন বিপিএলে। ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস থেকে সমান দুইজন করে রয়েছেন নিউজিল্যান্ডের জন্য ঘোষিত স্কোয়াডে।

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সহ অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, ইবাদত হোসেন এবং মোহাম্মদ সাঈফউদ্দীনরা নিউজিল্যান্ডগামী বিমানে চেপে বসবেন আগামী ৯ ফেব্রুয়ারি তারিখে।

১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ৩টি টেস্টও খেলবে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড সফরে ডাক পাচ্ছেন ইমরুল

নিউজিল্যান্ড সফরে ডাক পাচ্ছেন ইমরুল

সাব্বিরের বদলে যাওয়ার প্রতিশ্রুতি

সাব্বিরের বদলে যাওয়ার প্রতিশ্রুতি

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

দলে ফিরলো সাব্বির-তাসকিন, নতুন মুখ নাঈম

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির

যেভাবে জাতীয় দলে ফিরলেন ‘নিষিদ্ধ’ সাব্বির