শনিবার দেশে ফিরছেন টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৫ মার্চ ২০১৯
শনিবার দেশে ফিরছেন টাইগাররা

ফাইল ছবি

মসজিদে বন্দুকধারীর হামলার পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ম্যাচ বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এছাড়া অল্পের জন্য রক্ষা পাওয়া টাইগারদের খেলার মানসিকতাতেও নেই। তারা চাচ্ছেন দ্রুত দেশে ফিরে আসতে।

এবার বিসিবির পক্ষ থেকেও জানালো হলো কালকেই (শনিবার) দেশে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের। ‍সিঙ্গপুরের একটি এয়ালাইন্সে তারা দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

শনিবার (১৬ মার্চ) শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট। তবে হামলার পর ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, আগামীকাল (শনিবার) সিঙ্গাপুর এয়ারলাইনসের দুপুর ১২টার (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ফ্লাইটে দেশের বিমান ধরবেন টাইগাররা। সব ঠিক থাকলে শনিবার রাতে (বাংলাদেশ সময়) তারা দেশের মাটিতে পা রাখবেন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, ১৫ টাইগার ক্রিকেটারসহ মোট ১৯ জনের টিম বাংলাদেশে আসবেন। শনিবার রাতে তারা ঢাকা এসে পৌঁছাবেন।

এর আগে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। দুদেশের উচ্চ পর্যায়ে কথা বলে সেই ব্যবস্থা করা হচ্ছে।

নিউজিল্যান্ডের যে মসজিদে হামলা হয়েছে সেখানেই জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন তামিম-মিরাজসহ বেশ ১৭ জন। তারা সেখানে পৌঁছার অল্প কিছুক্ষণ আগে এক বন্দুকধারী সন্ত্রাসী মসজিদটিতে হামলা চালায়। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউজিল্যান্ডে হামলার টাইগারদের তৃতীয় টেস্ট বাতিল

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!

নিউ জিল্যান্ডে মসজিদে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন টাইগাররা!

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান

খেলায় মানসিকতায় নেই টাইগাররা, দ্রুত দেশে ফিরতে চান

নিউজিল্যান্ডে হামলা : যেভাবে রক্ষা পেলেন তামিম-মিরাজরা

নিউজিল্যান্ডে হামলা : যেভাবে রক্ষা পেলেন তামিম-মিরাজরা