ফের বাইশ গজে আকরাম-নান্নুরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৬ মার্চ ২০১৯
ফের বাইশ গজে আকরাম-নান্নুরা

এ যেন সেই বাংলাদেশ ক্রিকেটের সোনালি যুগ ফের ফিরে এসেছে। আকরাম, নাঈমুর, হাবিবুল, মিনহাজুলদের মতো বাংলাদেশ দলের সাবেক অধিনায়কদের সবাইকে দেখা গেল মিরপুরে।

মঙ্গলবার মহান স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটের আইকনদের। এদিন ১৫ ওভারের প্রীতি মাচে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ৫৯ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

টস হেরে ব্যাটিংয়ে নেমে সজল চৌধুরীর ফিফটি ও জামাল বাবুল ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে বিসিবি। হান্নান সরকার ও বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ওপেনিং জুটিতে যোগ করেন ৩৫ রান।

১৯ বলে ২০ রান করে হান্নান সাজঘরে ফিরলে ভাঙে জুটি। তিনে নামা মিনহাজুল আবেদিন নান্নু রানআউট হয়ে ফেরেন ৩ বল খেলেই। কোনো রান না করে সাজঘরে ফিরতে হয় তাকে।

কিছুপরই আউট হয়ে যান নাঈমুর। এ ব্যাটসম্যান করেন ২১ রান। সজল ৩০ বলে ৫৬ ও জামাল ১৮ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হন শেষদিকে। তালহা জুবায়ের ১ রান করে থাকেন অপরাজিত।

BCB

ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা স্বাধীনতা দিবসে সবসময়ই ছোটখাটো ম্যাচ আয়োজন করে থাকি। সাধারণত সেটা হয়ে থাকে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যে। এবার ব্যতিক্রম, আমরা খুব আনন্দিত যে, ক্রীড়া মন্ত্রণালয় আমাদের সাথে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ম্যাচটি আরও আকর্ষণীয় হয়েছে এই কারণে ক্রীড়া প্রতিমন্ত্রী নিজে খেলেছেন। এ ধরণের আয়োজন আগামীতেও চলবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকছে না কোন চমক

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে থাকছে না কোন চমক

মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা

মহান স্বাধীনতা দিবসে ক্রিকেটারদের বার্তা

স্বাধীনতা দিবসে মেসির বার্সেলোনার শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে মেসির বার্সেলোনার শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে স্প্যানিশ লিগ লা লিগার শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে স্প্যানিশ লিগ লা লিগার শুভেচ্ছা