লিডিং ক্রিকেটারে কোহলির হ্যাটট্রিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১০ এপ্রিল ২০১৯
লিডিং ক্রিকেটারে কোহলির হ্যাটট্রিক

ছবি : গেটি ইমেজ

টানা তৃতীয়বারের মত উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বুধবার (১০ এপ্রিল) খেলাটির বাইবেল খ্যাত উইজডেন ক্রিকেটার্স এ্যালামনাকে এ বছরের প্রকাশিত সংখ্যায় এ তথ্য জানানো হয়েছে।

৩০ বছর বয়সী কোহলি ছাড়াও এ তালিকায় আছেন ইংল্যান্ডের জন বাটলার, স্যাম কারান, কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের অধিনায়ক ররি বার্নস এবং ইংল্যান্ড মহিলা দলের ট্যামি বিউমন্ট।

ভারতীয় দলের ২০১৪ সালের ইংল্যান্ড সফরে মাত্র ১৩৪ রান করা কোহলি গত বছর ইংলিশদের মাটিতে পাঁচ টেস্ট সিরিজে ৫৯ অধিক গড়ে ৫৯৩ রান করে এ তালিকায় স্থান নিশ্চিত করেন।

উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘পরাজিত দল হওয়া সত্ত্বেও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে নিজের সক্ষমতা দেখিয়েছেন। যা তিনি ২০১৪ সালে পারেননি। বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে তার ব্যাটিং ছিল তাৎপর্যপূর্ণ। ৫০ ওভার ফর্মেটে তার ফর্ম নতুন পর্যায়ে ওঠে আসায় সেটা সম্ভব হয়েছে।

২০১৮ সালে ক্রিকেটর তিন ফর্মেটে ১১ সেঞ্চুরিসহ ৬৮ দশমিক ৩৭ গড়ে ২৭৩৫ রান করে গত জানুয়ারিতে টেস্ট ও ওয়ানডেতে আইসিসির বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হন কোহলি।

সিমিত ওভারে ১২৯১ রান করা ভারতের স্মৃতি মন্দন্দা মহিলা বিভাগে লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন। টানা দ্বিতীয়বার লিডিং টি-২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের রশিদ খান।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে বড় ভূমিকা থাকবে আবহাওয়ার

বিশ্বকাপে বড় ভূমিকা থাকবে আবহাওয়ার

আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

আইসিসির হ্যাটট্রিক টেস্ট চ্যাম্পিয়ন ভারত

আইসিসির হ্যাটট্রিক টেস্ট চ্যাম্পিয়ন ভারত

সিরিজ হারলেও বিশ্বকাপ নিয়ে চিন্তিত নন কোহলি

সিরিজ হারলেও বিশ্বকাপ নিয়ে চিন্তিত নন কোহলি