স্মিথ-ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৫ এপ্রিল ২০১৯
স্মিথ-ওয়ার্নারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ফাইল ছবি

বল টেম্পারিংয় কেলেঙ্কারিতে পড়ে নিষেধাজ্ঞার শাস্তি শেষ করা দুই অভিজ্ঞ ক্রিকেটার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

সোমবার (১৫ এপ্রিল) অস্ট্রেলিয়া দলের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি রানে থাকা পিটার হ্যান্ডসকম্ব ও জস হ্যাজেলউডের। বিশ্বকাপ দলের নেতৃত্বে রাখা হয়েছে অ্যারন ফিঞ্চকে।

সম্প্রতি ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজে দুর্দান্ত নৈপুণে্যর কারণে আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলিম খেলোয়াড় উসমান খাজা। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরা ডেভিড ওয়ার্নারও আইপিএলে দুর্দান্ত খেলে তার অবস্থানের জানান দিচ্ছিলেন।

স্মিথ ও ওয়ার্নারের ফেরা নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হনস বলেছেন, দু’জনেই বিশ্বমানের ক্রিকেটার। আইপিএলে তাদের ভালো ফর্ম দেখাটা পরিতৃপ্তের।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জাই রিচার্ডসন, নাথান কোল্টার-নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা ও নাথান লায়ন।



শেয়ার করুন :


আরও পড়ুন

শূন্য থেকে বিশ্বকাপ ফেবারিট অস্ট্রেলিয়া

শূন্য থেকে বিশ্বকাপ ফেবারিট অস্ট্রেলিয়া

ভারতের শক্তির কাছে হার মানলো ক্রিকেট অস্ট্রেলিয়া

ভারতের শক্তির কাছে হার মানলো ক্রিকেট অস্ট্রেলিয়া

ওয়ার্নারকে নিয়ে গ্রায়েম স্মিথের কিছু ‘পরামর্শ’

ওয়ার্নারকে নিয়ে গ্রায়েম স্মিথের কিছু ‘পরামর্শ’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া