শাস্ত্রীর ১৬ জনের অনুরোধ রাখেনি আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ পিএম, ১৮ এপ্রিল ২০১৯
শাস্ত্রীর ১৬ জনের অনুরোধ রাখেনি আইসিসি

ইতোমধ্যে ঘোষণা হয়ে গেছে ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দল। দুর্দান্ত ফর্মে থাকা রিশাভ পান্তের মতো খেলোয়াড়ের দলে জায়গা হয়নি। শুধু তাই নয়, ১৫ সদস্য দল ঘোষণা ধরাবাঁধা নিয়মের কারণে বাংলাদেশে সাময়িক আনফিট থাকা তাসিকন আহমেদ কিংবা ইংল্যান্ডের জফরা আর্চারের মতো ফর্মে থাকার তরুণ খেলোয়াড়দের দলে রাখতে পারেনি।

১৫ জনের দল ধরাবাঁধার কারণে, দল ঘোষণার পর সমস্যা হতে পারে বলে হয়তো আগেই আঁচ করতে পরেছিলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। তাই তিনি ও বিসিসিআই আইসিসিকে অনুরোধও করেছিলেন ১৫ নয় ১৬ জনের দল ঘোষণার নিয়ম করার। কিন্তু শাস্ত্রী কিংবা ভারতের এই অনুরোধ রাখে নি আইসিসি।

এ বিষয়ে শাস্ত্রী বলেন, ‘আমি হলে ১৬ জনের দল করতাম। আমরা আইসিসি কে জানিয়েছিলাম, এতদিন ধরে চলা একটি প্রতিযোগিতায় ১৬ জন ক্রিকেটারকেই দলে রাখা উচিত। কিন্তু আইসিসি নির্দেশ দেয়, ১৫ জনেরই দল বেছে নিতে হবে।’

আসন্ন বিশ্বকোপকে সামনে রেখে আইসিসির দলের নাম পাঠানো ক্ষেত্রে পরিবর্তন এনেছে। ৩০ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের নাম পাঠাতে হবে। তবে ২২ মে পর্যন্ত খেলোয়াড়ের নাম পরিবর্তন করা যাবে। আর ২২ মে‘র পর কোন খেলোয়াড় ইনজুরি হলে, তার পরির্বতে নতুন খেলোয়াড় পাঠানো যাবে।

তবে ভারত দলে যারা সুযোগ পাননি শাস্ত্রী কণ্ঠ তাদের পক্ষেই কথা বলছে। তার ভাষ্য, ‘যারা দলে সুযোগ পায়নি, তাদের হতাশ হওয়া উচিত নয়। ক্রিকেট একটি মজার খেলা। যে কেউ চোট পেতে পারে। তাই কখন ডাক পড়বে কেউ বলতে পারে না।’

দলের কম্বিনেশন সম্পর্কে তিনি বলেন, ‘পরিবেশ, প্রতিপক্ষ দেখে চার নম্বরে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যাটসম্যানদের নামানো হয়। প্রথম তিন ব্যাটসম্যানের জায়গা পাকা। তারপর সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা যায়। পুরোটাই পরিবর্তনশীল। প্রতিপক্ষ কে, পরিবেশ কেমন এইসবের ওপর বিষয়টা নির্ভর করবে। আমি বলতে পারি প্রথম তিনটি জায়গা ছাড়া বাকি সবকটি জায়গা পরিবর্তনশীল।’



শেয়ার করুন :


আরও পড়ুন

স্টান্ডবাই হিসেবে ভারতীয় দলে রাইদু, পন্থ ও নবদ্বীপ

স্টান্ডবাই হিসেবে ভারতীয় দলে রাইদু, পন্থ ও নবদ্বীপ

বিশ্বকাপের যে রেকর্ডগুলো ভাঙার নয়

বিশ্বকাপের যে রেকর্ডগুলো ভাঙার নয়

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বাংলাদেশ বিশ্বকাপ দলে নেই তাসকিন, চমক রাহি-সৈকত

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি

বিশ্বকাপে তাসকিনের বাদ পড়া নিয়ে যা বললো বিসিবি