বিশ্বকাপের উদ্বোধনীতে রাজ্জাক-জয়ার চমক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ এএম, ৩০ মে ২০১৯
বিশ্বকাপের উদ্বোধনীতে রাজ্জাক-জয়ার চমক

ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। সেই বিশ্বকাপের দ্বাদশ আসরের উদ্বোধন শেষ হয়েছে। এখন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের উদ্বোধনীতে বাংলাদেশের হয়ে মাতিয়েছেন টাইগারদের সাবেক বোলার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রি জয়া আহসান।লন্ডনে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে দেশের জনপ্রিয় এ অভিনয়শিল্পী। তার সঙ্গে ছিলেন ক্রিকেটার আবদুর রাজ্জাক।
sportsmail24
বিশ্বকাপ শুরুর আগের দিন বৃহস্পতিবার লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনের সড়ক ‘দ্য মলে’ অনুষ্ঠানঠিত এ উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু এ হয অনুষ্ঠান। সেখানে ভক্তদের জন্য জয়া আহসান ছিলেন রীতিমতো চমকের বিষয়।
sportsmail24
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গানের পাশাপাশি বাড়তি আকর্ষণ হিসেবে এবার যোগ হয় ১০ দলের প্রতিনিধি হয়ে আসা অতিথিদের নিয়ে ‘স্ট্রিট ক্রিকেট’।

বাকিংহাম প্যালেসের সামনের সড়ক জয়া ও রাজ্জাক দু’জনেই ব্যাট হাতে ক্রিকেট খেলেন। তাদের ক্রিকেট খেলার ভিডিও রীতিমত ভাইরাল হয়ে গেছে। ৬০ সেকেন্ডের ওই চ্যালেঞ্জ গেমে কোনো জয়া আহসান কোন রান করতে না পারলেও বাঁহাতি সাবেক টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক তুলে নেন ২২ রান।
sportsmail24
উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান বাংলাদেশের সাংবাদিকদের বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি বাংলাদেশ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া সব কটি দেশ থেকে একজন স্পোর্টস ব্যক্তিত্ব আর খেলার বাইরের একজনকে আমন্ত্রণ জানানো হয়। দেশের শুভেচ্ছাদূত হয়ে এমন একটি আসরে অংশগ্রহণ করাটা নিঃসন্দেহে আনন্দের। সেলিব্রিটি ক্রিকেট খেলার অংশটুকু ছিল ভীষণ মজার।’
sportsmail24
এদিকে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরের মূল পর্ব। উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

উদ্বোধন হলো ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর

উদ্বোধন হলো ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর

বিশ্বকাপে মাঠে থাকবে লাখো নারী দর্শক

বিশ্বকাপে মাঠে থাকবে লাখো নারী দর্শক

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড

বিশ্বকাপের জন্য প্রস্তুত ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করছে স্বাগতিক ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করছে স্বাগতিক ইংল্যান্ড