বাংলাদেশের সামনে ৩৮৬ রানের পাহাড় দাঁড় করালো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০৮ জুন ২০১৯
বাংলাদেশের সামনে ৩৮৬ রানের পাহাড় দাঁড় করালো ইংল্যান্ড

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ব্যাট করার সুযোগ পেলে বাংলাদেশের বোলারদের উপর রীতিমত তান্ডব চালিয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা।

টস হেরে ৫০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশকে এখন করতে হবে ৩৮৭ রান।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর ৩৩০ রান। তাও আবার এ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এ রান করে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে জয় পেতে হলে নিজেদের রেকর্ড ভাঙতে হবে।

দলের পক্ষে ওপেনার জেসন রয় ১৪টি চার ও ৫টি ছক্কায় ১২১ বলে ১৫৩ রান করেন। এছাড়া জশ বাটলার ৪৪ বলে ৬৪ ও জনি বেয়ারস্টো ৫০ বলে ৫১ রান করেন।

বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন ৭৮ রানে ২ ও মেহেদী হাসান মিরাজ ৬৭ রানে ২ উইকেট নেন। এছাড়া মাশরাফি-মোস্তাফিজুর ১টি করে উইকেট নেন। ১০ ওভার বল করে ৭১ রান দিলেন ছিলেন উইকেট শূন্য।


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই : মাশরাফি

জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই : মাশরাফি

বাংলাদেশকে হুমকি মনে করছে ইংল্যান্ড

বাংলাদেশকে হুমকি মনে করছে ইংল্যান্ড

যে ভুলের জন্য মুশফিককে নিয়ে এত সমালোচনা

যে ভুলের জন্য মুশফিককে নিয়ে এত সমালোচনা

স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের দেখে বিস্মিত টেইলর

স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের দেখে বিস্মিত টেইলর