ইংল্যান্ডের দুই পরিবর্তনের বিপরীতে আফগানদের তিন পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৮ জুন ২০১৯
ইংল্যান্ডের দুই পরিবর্তনের বিপরীতে আফগানদের তিন পরিবর্তন

ইংল্যান্ড ও আফগানিস্তান এর আগে মাত্র একবার প্রতিযোগিতামূলক ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ২০১৫ বিশ্বকাপে সে ম্যাচে আফগানদের বিপক্ষে হেসে-খেলেই জয় তুলে নিয়েছিল ইংলিশরা। চার বছর পর আবারও সেই বিশ্বকাপের মুখোমুখি হলো দেশ দুটি।

দ্বাদশ বিশ্বকাপের ২৪তম ম্যাচে মঙ্গলবার (১৮ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধাস্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। ফলে টস হেরে প্রথমে ফিল্ডিং করেছে আফগানিস্তান। বাংলাদেশের সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় এ ম্যাচ।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে আজ ইংলিশদের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ওপেনার জেসন রয় না থাকায় একাদশে ডাক পেয়েছেন জেমস ভিন্স। তিনি জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেনে ব্যাট করছেন। এছাড়াও লিয়াম প্লাঙ্কেটের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার মঈন আলী।

অন্যদিকে ইংলিশদের দুই পরিবর্তনের বিপরীতে আফগানিস্তানের একাদশে তিন পরিবর্তন আনা হয়েছে। আফতাব, হজরতউল্লাহ জাজাই ও হামিদ হাসানের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন দৌলত জাদরান, নাজিবুল্লাহ জাদরান ও মুজিব উর রহমান।

ইংল্যান্ড একাদশ
ইয়ান মরগান (অধিনায়ক), জেমস ভিন্স, জনি বেয়ারেস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মঈন আলী, জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।

আফগানিস্তান একাদশ
গুলবদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, নুর আলী জাদরান, হাশমতউল্লাহ জাজাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খীল (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, দৌলত জাদরান।


শেয়ার করুন :