এমন হারে হতাশ মরগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২২ জুন ২০১৯
এমন হারে হতাশ মরগান

ফাইল ফটো

দ্বাদশ বিশ্বকাপে দ্বিতীয় হারের স্বাদ পেল স্বাগতিক ইংল্যান্ড। উপমহাদেশের দল পাকিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কার কাছেওএহরেছে তারা।শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৩৩ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি ইংল্যান্ড। মালিঙ্গাদের নিয়ন্ত্রিত ও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ২১২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এমন লজ্জা হার নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড।

কাগজে-কলমে নিচের সারির দল হওয়াতে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তির বিচারে বেশ এগিয়ে ছিল ইংল্যান্ড। ফলে এ ম্যাচে ইংলিশদের জয় ছিল প্রত্যাশিত। কিন্তু সব হিসাব-নিকাশকে পাল্টে দিয়ে অপ্রত্যাশিত জয় তুলে নিয়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের কাছে এমন হারে হতাশ হয়ে পড়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মরগান বলেন, ‘আমাদের পারফরমেন্স খুবই খারাপ হয়েছে। যা হয়েছে এটি ভালো ফল এনে দিতে পারে না। এটিই খুবই হতাশাজনক পারফরমেন্স।’

টার্গেট বড় না হলেও বড় জুটি গড়তে না পারার কারণে ম্যাচ হারতে হয়েছে বলে জানান মরগান। বলেন, ‘ম্যাচ জয়ের জন্য বড় পার্টনারশিপ দরকার ছিল। যা আমরা করতে পারিনি। দুই ওপেনার ভালো শুরু এনে দিতে পারেনি। রুট বড় ইনিংস খেলার চেষ্টা করেছে। কিন্তু পরের দিকে স্টোকস ছাড়া আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘স্টোকস ভালো ব্যাটিং করেছে। তাকে কেউ সঙ্গ দিলেই ম্যাচ বের হয়ে আসতো। জুটি গড়তে না পারার কারণেই ম্যাচ হারতে হয়েছে আমাদের। তাই এ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ব্যাটসম্যানদের আরও সতর্ক হতে হবে।’

শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় ৬ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানেই রয়েছে ইংল্যান্ড। টুর্নামেন্টে দ্বিতীয় হারের পরও ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় মরগানের, ‘আমরা বাইক ম্যাচগুলোতে শক্তভাবেই ফিরে আসবো। এটি বড় টুর্নামেন্ট। প্রত্যক ম্যাচেই সুযোগ থাকে। তাই পরের ম্যাচেই আমরা ঘুড়ে দাঁড়াবো। সেমিফাইনালে খেলতে হলে পরের দিকে আমাদের জিততে হবে।’

গত বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ার পর ৫০ ওভারের ক্রিকেটে পরাক্রমশালী দল হয়ে উঠেছে ইংল্যান্ড। বর্তমানে আছে র‌্যাংকিংয়ের শীর্ষে। যেমন করে এই চার বছরে এগিয়েছে আবারও সে জায়গায় ফিরে যেতে দলের খেলোয়াড়দের প্রতিও আহ্বান জানান মরগান।


শেয়ার করুন :


আরও পড়ুন

অল্প পুঁজিতেও ইংল্যান্ডকে হারিয়ে দিল শ্রীলঙ্কা

অল্প পুঁজিতেও ইংল্যান্ডকে হারিয়ে দিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের হার, বাংলাদেশের জন্য কতটা ভালো

শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ডের হার, বাংলাদেশের জন্য কতটা ভালো

কানাডার টি-২০ লিগে দল পেলেন সাকিব

কানাডার টি-২০ লিগে দল পেলেন সাকিব

বড় ক্ষতি করেছে ম্যাক্সওয়েলের ইনিংস!

বড় ক্ষতি করেছে ম্যাক্সওয়েলের ইনিংস!