অল্প পুঁজিতেও ইংল্যান্ডকে হারিয়ে দিল শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৫ পিএম, ২১ জুন ২০১৯
অল্প পুঁজিতেও ইংল্যান্ডকে হারিয়ে দিল শ্রীলঙ্কা

ছবি : গেটি ইমেজ

দুর্দান্ত ক্রিকেট খেললো শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২৩২ রানের সংগ্রহ নিয়েও স্বাগতিক ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এ জয়ে বল হাতে ৪ উইকেট নিয়েছেন মালিঙ্গা।

বিশ্বকাপের ২৭তম ম্যাচে শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ২১২ রানেেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে লো স্কোরিং ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে ২০ রানের জয় পায় লঙ্কানরা।

এ জয়ে সমান সংখ্যাক ম্যাচ (৬ ম্যাচ) খেলে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে বাংলাদেশকে পেছনে ফেললো শ্রীলঙ্কা। অন্যদিকে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকলো স্বাগতিক ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। তিন ওভারের মধ্যেই দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুসল পেরেরাকে হারায় উপমহাদেশের দলটি।

ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে আউট হওয়ার আগে দলের হাল ধরে রাখেন আবিস্কা ফার্নান্দো। এরপর এ্যাঞ্জেলো ম্যাথুজের ১১৫ বলে অপরাজিত ৮৫ এবং কুসল মেন্ডিজের (৪৬) সঙ্গে ৭১ রানের জুটিতে ভর করে সম্মানজনক স্কোর করতে সক্ষম হয় লঙ্কানরা।

আর্চার ৫২ এবং উড ৪০ রানে তিনটি করে উইকেট শিকারের পর ৩০তম ওভারে স্পিনার আদিল রশিদ জোড়া আঘাত হানেন। এ ম্যাচ দিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ১৫ উইকেট শিকারে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে নিজের নাম লেখান আর্চার।

৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাসিথ মালিঙ্গার বোলিং তোপে পড়ে ইংল্যান্ড। দুই ওপেনারকেই সাজঘরে ফেরান তিনি। ওপেনার জেমস ভিন্স ১৮ বলে ১৪ রানে আউট হলেও আরেক ওপেনার জনি বেয়ারস্টো আউট হন শূন্য রানে।

এছাড়া জো রুট ৮৯ বলে ৫৭ রান এবং বেন স্টোকস অপরাজিত ৮২ রান করলেও শেষ পর্যন্ত আর দলের পরাজয় ঠেকাতে পারেননি স্টোকস। তাকে সঙ্গ দেওয়ার মতো আর কাউকে পাননি। ফলে ৪৭ ওভারেই ২১২ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।

স্বাগতিকদের হারাতে বল হাতে দারুণ ভূমিকা রাখার পুরস্কারও পেয়েছেন মালিঙ্গা। ম্যাচসেরা হয়েছেন তিনি।

এদিকে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিলে অনেকটা ওলোট-পালোটই হরে দিল শ্রীলঙ্কা। সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ৬ষ্ঠ স্থানে নেমে গেল বাংলাদেশ। ফলে সেমির পথে বাংলাদেশের জন্য পথটা আরও একটু কঠিনই হয়ে গেল।


শেয়ার করুন :


আরও পড়ুন

শাস্তি থেকে বেঁচে গেল শ্রীলঙ্কা

শাস্তি থেকে বেঁচে গেল শ্রীলঙ্কা

ম্যাচ পরিত্যক্তে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড বিশ্বকাপ

ম্যাচ পরিত্যক্তে বিশ্বরেকর্ড গড়লো ইংল্যান্ড বিশ্বকাপ

বিশ্বকাপে হ্যাটট্রিক করতে চান মালিঙ্গা

বিশ্বকাপে হ্যাটট্রিক করতে চান মালিঙ্গা

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ