বদলে যাচ্ছে হেলমেট পরার নিয়ম!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২১ আগস্ট ২০১৯
বদলে যাচ্ছে হেলমেট পরার নিয়ম!

স্টিভ স্মিথের হেলমেটে বল লাগার পর নতুন করে আলোচনায় এসেছে নেক গার্ডের বিষয়টি। এতদিন হেলমেটে নেক গার্ড ছিল ঐচ্ছিক বিষয়। কারও ভালো লাগলে পরেছেন, আবার ভালো না লাগলে পরেননি। কিন্তু সে নিয়ম হয়তো বদলাতে চলেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ক্ষেত্রে। তাদের মেডিক্যাল চিফ বলেছেন, এবার এটা বাধ্যতামূলক হচ্ছে।

২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে মাথায় বল লেগে মৃত্যু হয়েছিল ফিলিপ হিউজের। এরপর হইচই শুরু হলেও পরে নেক গার্ডে আবশ্যিকতায় ধামাচাপা পড়েছিল। কিন্তু স্মিথের মাথায় বল লাগার পর ব্যাপারটা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।

স্মিথ নিজে বলেছেন, তিনি এটা নিয়ে নেটে অস্বস্তি বোধ করতেন। কিন্তু এবার আর এটা নিয়ে ছেলেখেলা চলবে না। তিনি হেলমেট পরে প্র‌্যাকটিস করবেন।

২২ আগস্ট লিডসে তৃতীয় টেস্টে স্মিথ খেলতে পারবেন কি না অস্ট্রেলীয় বোর্ড থেকে এখনও জানানো হয়নি। বলা হয়েছে, স্মিথকে আইসিসির কনকাশন নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণে রাখা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট পরে দেওয়া হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

খেল দেখালেন আর্চার

খেল দেখালেন আর্চার

যুভেন্টাসকে হটিয়ে শীর্ষে যেতে চায় নাপোলি

যুভেন্টাসকে হটিয়ে শীর্ষে যেতে চায় নাপোলি

মিশর ফুটবল পরিচালনার জন্য ফিফার অন্তর্বর্তীকালীন কমিটি

মিশর ফুটবল পরিচালনার জন্য ফিফার অন্তর্বর্তীকালীন কমিটি

অবসর প্রশ্নে যা বললেন রোনালদো

অবসর প্রশ্নে যা বললেন রোনালদো