মিশর ফুটবল পরিচালনার জন্য ফিফার অন্তর্বর্তীকালীন কমিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২১ আগস্ট ২০১৯
মিশর ফুটবল পরিচালনার জন্য ফিফার অন্তর্বর্তীকালীন কমিটি

মিশর ফুটবল ফেডারেশন পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফুটবলের নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রও তৈরি করবে এই কমিটি।

আফ্রিকান নেশন্স কাপ থেকে স্বাগতিক মিশর দুর্ভাগ্যজনকভাবে ছিটকে পড়ার পর জাতীয় দলের টেকনিক্যাল স্টাফদের বরখাস্ত করেন ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) সভাপতি হানি আবু রিদা। এরপর গতমাসে অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের সকল সদস্যদের নিয়ে তিনি নিজেও পতত্যাগ করেন।

ফিফা জানায়, অ্যাসোসিয়েশনের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য তারা ইএফএ’র একটি ‘অন্তর্বর্তীকালীন কমিটি’ নিযুক্ত করেছে। যারা নতুন বোর্ড সদস্য নির্বাচনের কাজও সম্পাদন করবে।
২০২০ সালের জুলাইয়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে অস্থায়ী কমিটিকে।

রিদার তিন বছরের আমলেই নানান সমস্যা গ্রাস করে মিশরের ফুটবলকে। চেচনিয়ার গ্রোজনীতে ঘাঁটি করার সিদ্ধান্তটিই মূলত ফারাওদের ২০১৮ বিশ্বকাপের মিশনে বিপর্যয় ডেকে এনেছে। নিজের সুনামকে অপব্যবহারের জন্য ফেডারেশনকে দায়ী করেছেন দেশটির তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ।

আফ্রিকান নেশন্স কাপ শুরুর আগমুহূর্তে যৌন নির্যাতনের দায়ে নিষিদ্ধ একজন খেলোয়াড়কে ফের দলে পুনর্বহাল করার ঘটনাটিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

অবসর প্রশ্নে যা বললেন রোনালদো

অবসর প্রশ্নে যা বললেন রোনালদো

‘জীবনেও একসঙ্গে এত সাংবাদিক দেখিনি’

‘জীবনেও একসঙ্গে এত সাংবাদিক দেখিনি’

ডোমিঙ্গোর লক্ষ্য টাইগারদের স্থায়ী সফলতা

ডোমিঙ্গোর লক্ষ্য টাইগারদের স্থায়ী সফলতা

টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা