প্রথম বোলার হিসেবে রাজ্জাকের ৬শ’ উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০২ নভেম্বর ২০১৯
প্রথম বোলার হিসেবে রাজ্জাকের ৬শ’ উইকেট

ছবি : সাইফ হাসনাত

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৬শ’ উইকেট শিকারের রেকর্ড গড়লেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফিরতি পর্বের প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে শনিবার এ কীর্তি গড়েন খুলনা বিভাগের অধিনায়ক রাজ্জাক।

রাজ্জাকের রেকর্ড স্পর্শের দিন ২২৪ রানেই অলআউট হয় রংপুর। ৬৯ রানে ৭ উইকেট নেন রাজ্জাক। রংপুরকে অলআউট করে প্রথম দিন শেষে স্বস্তিতে নেই খুলনাও। স্কোর বোর্ডে ২৪ রান উঠতেই ২ উইকেট নেই তাদের। প্রথম দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ২০০ রানে পিছিয়ে খুলনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় খুলনা। ব্যাট হাতে নেমে রাজ্জাকের বোলিং তোপে পড়ে রংপুর। উত্তরাঞ্চলীয় বিভাগটির কোন ব্যাটসম্যানই হাফ-সেঞ্চুরির স্বাদ নিতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান করেন দশ নম্বরে নামা ১৭ বছর বয়সী ডান-হাতি ব্যাটসম্যান রিসাদ হোসেন। ৩২ বলের ইনিংসে ১টি চার ও ৫টি ছক্কা মারেন রিসাদ। নাসির হোসেন ৪০ ও সোহরাওয়ার্দি শুভ ৩৪ রান করেন।

খুলনার রাজ্জাক ২৪.১ ওভার বল করে ৬৯ রানে ৭ উইকেট নেন। যার মাধ্যমে নিজের ১৩২তম প্রথম শ্রেণির ম্যাচে ৬শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন রাজ্জাক। এ ম্যাচের আগে রাজ্জাকের প্রথম শ্রেণির ক্রিকেটে পরিসংখ্যান ১৩১ ম্যাচে ৫৯৪ উইকেট।

গত বছর জানুয়ারিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫শ’ উইকেট নেন রাজ্জাক। রাজ্জাকের অনন্য কীর্তিতে ২২৪ রানে গুটিয়ে যায় রংপুর।

রংপুরের ইনিংস শেষে ব্যাট হাতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। ১৮ রানেই ২ উইকেট হারায় তারা। ইমরুল কায়েস ৬ ও মইনুল ইসলাম ২ রানে ফিরেন। এনামুল হক ১৪ ও তুষার ইমরান ১ রানে অপরাজিত আছেন। প্রথম দিন খুলনার পতন হওয়া ২টি উইকেটই নেন রংপুরের রবিউল হক।


শেয়ার করুন :


আরও পড়ুন

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব

সাকিবের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে : ডোমিঙ্গো

সাকিবের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে : ডোমিঙ্গো

বল টেম্পারিং করে ধরা খেলেন শেহজাদ

বল টেম্পারিং করে ধরা খেলেন শেহজাদ

ভারতে না যাওয়ার ব্যাখ্যা দিলেন তামিম

ভারতে না যাওয়ার ব্যাখ্যা দিলেন তামিম