জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে

বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে জিম্বাবুয়ের এই সফরে কোনো ওয়ানডে ম্যাচ না থাকলেও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এছাড়া সফরে দুটি টি-টোয়েন্টি ম্যাচের সাথে থাকছে একটি টেস্ট ম্যাচ।

রোববার (২৬ জানুয়ারি) জিম্বাবুয়ের সফরের এ সিরিজের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, বাংলাদেশ সফরে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের পরিবর্তে তিনটি ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলবে দুই দল। এছাড়া একমাত্র টেস্ট খেলবে দুই দল।

এদিকে জিম্বাবুয়ের সফরে বিসিবি ঘোষিত সূচি অনুয়ায়ী ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। পুরো ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে।

বিসিবির সূচি অনুযায়ী, জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে ১৫ ফেব্রুয়ারি (শনিবার) এবং সিরিজের মূল লড়াই শুরু হবে তার এ সপ্তাহ পর ২২ ফেব্রুয়ারি (বুধবার)। ওই দিন সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। যা চলবে ২৬ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত। তবে এর আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায় প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

টেস্টের পর টানা তিনদিন বিরতি দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ। এরপর দুইদিন বিরতি দিয়ে ঢাকায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

৯ ও ১১ মার্চ ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ। পূর্ণাঙ্গ সফর শেষ করে ১২ মার্চ (বৃহস্পতিবার) দেশে ফিরবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
sportsmail24


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব

গিবসনকে বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

গিবসনকে বোলিং কোচ নিয়োগ দিল বিসিবি

পাকিস্তান যেতে ‘বাধ্য হওয়ার’ কারণ জানালেন পাপন

পাকিস্তান যেতে ‘বাধ্য হওয়ার’ কারণ জানালেন পাপন

আবারও সেই একই আক্ষেপ, সমাধান অজানা

আবারও সেই একই আক্ষেপ, সমাধান অজানা