কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৮ মার্চ ২০২০
কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২০ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে ১৬ টাইগারের নাম ঘোষণা করেছে। নতুন চুক্তিতে ৫ জন নতুন টাইগারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিপরীতে আগের তালিকা থেকে মাশরাফি-সাকিবসহ বাদ পড়েছেন সাতজন।

রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য জানিয়েছে।

২০২০ সালের নতুন চুক্তিতে সাদা ও লাল বলে মোট ১৬ জনকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বিসিবি। তাদের মধ্যে সাতজন উভয় দলেই রয়েছেন। বাকি ৯ জনের মধ্যে লাল বলে চারজন এবং সাদা বলে পাঁচজন রয়েছেন।

এছাড়া ২০১৯ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৮ জনের মধ্যে মাশরাফি-সাকিবসহ সাতজন বাদ পড়েছেন। মাশরাফি এর আগে নিজেই বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন যেন তাকে বাদ দিয়ে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়। এছাড়া সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় ক্রিকেট থেকে দূরে রয়েছে।

মাশরাফি-সাকিব ছাড়া বাদ পড়া বাকি পাঁচজন হলেন- ইমরুল কায়েস, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ হাসান, রুবেল হোসেন ও সাদ্দাম ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর আগে রোবাবর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১৬ জনের মধ্যে এ বি ও সি ক্যাটাগরিতে ১৪ জন এবং ডি ক্যাটাগরিতে ২ জন ক্রিকেটারকে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা করা হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে সাদা ও লাল বলের মোট ১৬ জনের নাম দেওয়া হলেও ক্যাটাগরী ভাগ করে দেওয়া হয়নি। 

সাদা ও লাল বলে থাকা সাতজন
তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহম্মদ মিঠুন, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।

শুধু লাল বলের চুক্তিতে চারজন
মমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।

সাদা বলের চুক্তিতে পাঁচজন
মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

শেষ বেলায় ভুলে যেও অভিমান : মাশরাফি

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ

নতুন ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ দেখছেন মাহমুদউল্লাহ