পিছিয়ে গেল আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৩ মার্চ ২০২০
পিছিয়ে গেল আইপিএল

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব ক্রীড়া জড়তে পড়েছে বেশ আগেই। এবার একই কারণে পিছিয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর।

করোনা পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করে আইপিএলের গভর্নিং কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২৯ মার্চ (রোববার) থেকে শুরুর কথা থাকলেও তা শুরু হবে ১৫ এপ্রিল।

চীনের করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (১৪ মার্চ) আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসার কথা ছিল। তবে একদিন আগেই শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ সূচি পেছানোর এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, দেশটির সরকারের নির্দেশ অনুয়ায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সেক্রেটারি জয় শাহ ও আইপিএলের শীর্ষ কর্মকর্তারা মিলে শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিসিসিআই তার সমস্ত সদস্য এবং সর্ব সাধারনের জনস্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে আইপিএল কর্তৃপক্ষ আশা করে, সকল ভক্তসহ আইপিএল সম্পর্কিত সবার কাছে একটি নিরাপদ ক্রিকেট আসর উপহার দিতে পারবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বাংলাদেশেও মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার ক্রিকেট ম্যাচ স্থগিত করা হয়েছে। একই কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশ গেমসের আসরও।


শেয়ার করুন :


আরও পড়ুন

অর্ধেকে নেমে এলো আইপিএলের প্রাইজমানি

অর্ধেকে নেমে এলো আইপিএলের প্রাইজমানি

নিলাম শেষে যেমন হলো আইপিএলের দল

নিলাম শেষে যেমন হলো আইপিএলের দল

দর্শকশূন্য স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

দর্শকশূন্য স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ

প্রোটিয়া মেয়েদের সফর বাতিল করলো অস্ট্রেলিয়া

প্রোটিয়া মেয়েদের সফর বাতিল করলো অস্ট্রেলিয়া