বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৬ মার্চ ২০২০
 বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করলো আইসিসি

করোনাভাইরাসের কালো থাবায় নিমিষেই ওলট-পালট হয়ে গেছে মহাবিশ্ব। এ ভাইরাসের থাবা থেকে রেহায় পায়নি বিশ্ব ক্রীড়াঙ্গনও। সেই তালিকায় এবার নতুন করে যোগ হলো ২০২১ টি-টোয়েন্টি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আমাদের কাছে স্বাস্থ্য ও বৈশ্বিক ক্রিকেট পরিবারের গুরুত্ব বেশি। আগামী ৩০ জুনের আগে মধ্যে বাছাইপর্বের যেসব খেলা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। নতুন সময় ও তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। এই নিয়ে আইসিসি'র সিদ্ধান্তে ৮টি টুর্নামেন্ট স্থগিত করা হলো। এছাড়া অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলা ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের 'ট্রফি ট্যুর'ও পিছিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯১৫ জন আর মারা গেছেন ২১ হাজার ৫৭৭ জন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত লকডাউনে আইপিএল নিয়ে নতুন শঙ্কা

ভারত লকডাউনে আইপিএল নিয়ে নতুন শঙ্কা

ইংলিশ ক্রিকেট মৌসুম নিয়েও শঙ্কা

ইংলিশ ক্রিকেট মৌসুম নিয়েও শঙ্কা

করোনা প্রতিরোধে এবার পাক ক্রিকেটাররা

করোনা প্রতিরোধে এবার পাক ক্রিকেটাররা

করোনা মোকাবেলায় বেতনের অর্ধেক ছেড়ে দিলেন টাইগাররা

করোনা মোকাবেলায় বেতনের অর্ধেক ছেড়ে দিলেন টাইগাররা