কোয়ারেন্টিন ‍মুক্ত সাকিবের করোনা উপসর্গ নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৪ এপ্রিল ২০২০
কোয়ারেন্টিন ‍মুক্ত সাকিবের করোনা উপসর্গ নেই

যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর অবশেষ স্ত্রী ও কন্যার কাছে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা দেয়নি। সাকিব আল হাসানের পরিবারের সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২১ মার্চ (শনিবার) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক ভিডিও বার্তায় সাকিব নিজেই কোয়ারেন্টাইনে থাকার তথ্য জানান। এর আগে ২০ মার্চ (শুক্রবার) ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান সাকিব।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যে বিমানে দীর্ঘ ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে ১৪ দিন আলাদা থাকেন সাকিব। যুক্তরাষ্ট্রে পৌঁছে স্ত্রী-সন্তানের কাছে না গিয়ে উঠেন হোটেলে।

যুক্তরাষ্ট্রে সাকিবের নিজের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বেই ছিল সেই হোটেল। ২১ মার্চ থেকে ৩ এপ্রিল (১৪ দিন) হোটেলে অস্থানের পর স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনার কাছে ফিরেছেন সাকিব।

সাকিবের পরিবার আরও জানান, সাকিব পুরোপুরি সুস্থ আছেন। বিমান ভ্রমণের পর নিজেকে কোয়ারেন্টিনে রাখলেও সাকিবের শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা দেয়নি। বাসায় ফেরার পর সামনের কয়েক সপ্তাহ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রেই থাকবেন সাকিব দম্পতি। যদিও সেখানেও গৃহবন্দি অবস্থায় থাকতে হচ্ছে তাদের।

এদিকে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নিজের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সাকিব। নিজের গড়ে তোলা ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ দিয়ে দেশে বিদেশ হতে ফান্ড সংগ্রহ করছেন সাকিব। সে ফান্ড তুলে দিচ্ছেন ‘মিশন সেইভ বাংলাদেশ’ নামক একটি উদ্যোগে। ইতিমধ্যে যারা ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে।

এছাড়া কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ৩৩ বছরে পা রাখেন সাকিব আল হাসান। এদিকে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান চলতি বছরের ২৯ অক্টোবর মাঠ ফিরতে পারবেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনাভাইরাস নিয়ে সাকিবের বার্তা

করোনাভাইরাস নিয়ে সাকিবের বার্তা

সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন করলেন সাকিব

সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন করলেন সাকিব

করোনার বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে স্যালুট : সাকিব

করোনার বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে স্যালুট : সাকিব

এমন জন্মদিন আর হয়তো চাইবেন না সাকিব

এমন জন্মদিন আর হয়তো চাইবেন না সাকিব