আশরাফুলের সেঞ্চুরি, নিষেধাজ্ঞা কাটছে এ বছরই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮
আশরাফুলের সেঞ্চুরি, নিষেধাজ্ঞা কাটছে এ বছরই

মোহাম্মদ আশরাফুলের ব্যাট কাপলে কেপে ওঠতো পুরো দেশ। তার ব্যাট হাতে মাঠে থাকা মানেই গ্যালারিসহ পুরো টাইগার ভক্তদের অন্য রকম উত্তেজনা। সেই আশরাফুল এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তবে ঘরোয়া ক্রিকেটে খেলছেন তিনি।

তিন বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর গত বছরই ঘরো ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। এদিকে চলতি বছর আগস্টেই কেটে যাবে তার ওপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের নিষেধাজ্ঞাও। এরপরই তিনি বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।

সেই প্রস্তুতির অংশ হিসেবেই হয়তো আশরাফুল বেছে নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগকে। খেলছেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে। শুধু প্রস্তুতি বললে কম হবে, বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে তুলে নিয়েছেন এক সেঞ্চুরিও।

কলাবাগান ক্রীড়াচক্রের এ মিডলঅর্ডার ব্যাটসম্যান ১০৪ রানের ঝলমলে ইনিংসটা সাজিয়েছেন ১১ চারে। আশরাফুলের দিনে আলো ছড়িয়েছেন তাইবুর রহমানও, অপরাজিত ছিলেন ১১৪ রানে। জোড়া সেঞ্চুরির সঙ্গে মুক্তার আলীর ১৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস ৪ উইকেটে ২৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছে কলাবাগানকে।

ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর প্রিমিয়ার লিগে ফিরলেও প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারেননি আশরাফুল। ১০ ম্যাচে ২৬.৬৬ গড়ে ২ ফিফটিতে করেছিলেন ২৪০ রান। এবারও শুরুটা ভালো হয়নি, প্রথম দুই ম্যাচে তার রান ১৪ ও ২৫। অবশেষে আশরাফুল নিজের ছায়া থেকে বেরিয়ে এলেন আজ।


শেয়ার করুন :


আরও পড়ুন

সন্তানের নাম জানালেন মুশফিক

সন্তানের নাম জানালেন মুশফিক

মেয়েকে সাথে নিয়ে অনুশীলনে সাকিব

মেয়েকে সাথে নিয়ে অনুশীলনে সাকিব

সৌম্যর ভাবনায় শুধু টি-টোয়েন্টি

সৌম্যর ভাবনায় শুধু টি-টোয়েন্টি

তিনি আগ্রহী নন, দোষ সংবাদমাধ্যমের

তিনি আগ্রহী নন, দোষ সংবাদমাধ্যমের