ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক ঘোষিত ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে মোট ১১ জনকে সদস্য করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে এনএসসি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জানিয়েছে।
আশরাফুল ছাড়া কমিটিতে আরও রয়েছেন- ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন আরিফ, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মাহফুজুর রহমান, ছাত্র প্রতিনিধি সিফাত খান সাদিক এবং ক্রীড়া সাংবাদিক রেদোয়ান সুলতান।
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে পদাধিকারবলে আহ্বায়ক হয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার। এছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বরত উপ-পরিচালক।
কমিটিটে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা. ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা. ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদন করা হয়েছে।