কিংবদন্তিদের অনলাইন ক্লাসে পাকিস্তানের ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৭ এপ্রিল ২০২০
কিংবদন্তিদের অনলাইন ক্লাসে পাকিস্তানের ক্রিকেটাররা

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে থমথমে অবস্থা বিরাজ করছে সারাবিশ্বেই। তা থেকে রেহায় পায়নি বিশ্ব ক্রীড়াঙ্গনও। তাই তো অন্যান্য ক্রীড়াবিদদের মতো ঘরে বসে সময় পার করছেন ক্রিকেটাররা। এ সঙ্কটময় পরিস্থিতিতে মাঠে নামার সুযোগ না থাকায় পাকিস্তানি ক্রিকেটারদের অনলাইনে ক্লাস নেবেন ওয়াসিম আকরাম, মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তিরা।

করোনার কারণে লকডাউনে রয়েছে বিশ্বের প্রায় সবগুলো দেশ। পাকিস্তানও তার ব্যতিক্রম নয়। এমন অবস্থায় ক্রিকেটারদের অনলাইনে ক্লাস নেওয়ার এক অভিনব উদ্যোগ নিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে ক্লাস নিবেন ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদরা।

শুধু ওয়াসিম আকরাম কিংবা জাভেদ মিয়াঁদাদের মতো কিংবদন্তিরাই ক্লাস নিবেন না। তাদের ছাড়াও জাতীয় দলের ক্রিকেটারদের ক্লাস নিবেন শোয়েব আখতার, মঈন খান, মুশতাক আহমেদ, রশিদ লতিফ ও ইউনিস খানরা। শুধু জাতীয় দলই নয় ক্লাস নেওয়া হবে বয়সভিত্তিক দলের ক্রিকেটারদেরও।

যেখানে জাভেদ মিয়াঁদাদ, ওয়াকার ইউনিস আর মোহাম্মদ ইউসুফ নিবেন তিনটি সেশনে ২১ ব্যাটসম্যানের ক্লাস। ১৩ জন পেসারকে টিপস দেবেন ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। ৬ জন স্পিনারের জন্য থাকবেন মুশতাক আহমেদ। পাঁচ উইকেটকিপারকে অনলাইনে ক্লাস করাবেন মঈন খান ও রশিদ লতিফ!

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় দলে ধোনির সম্ভাবনা দেখছেন না হরভজন

জাতীয় দলে ধোনির সম্ভাবনা দেখছেন না হরভজন

সুপারওভারে যাদেরকে বল করতে চান না কুলদীপ, নেই কোহলি

সুপারওভারে যাদেরকে বল করতে চান না কুলদীপ, নেই কোহলি

অভিষেকেই জীবনের শেষ টেস্ট ভেবেছিলেন শচীন

অভিষেকেই জীবনের শেষ টেস্ট ভেবেছিলেন শচীন

এখনও ওই ম্যাচ নিয়ে দুঃস্বপ্ন দেখি : লোকেশ রাহুল

এখনও ওই ম্যাচ নিয়ে দুঃস্বপ্ন দেখি : লোকেশ রাহুল