আইসিসিকে দুর্বল বোর্ডগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৮ মে ২০২০
আইসিসিকে দুর্বল বোর্ডগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে প্রায় দু’মাস হলো বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে আছে। স্থগিত হয়ে গেছে বেশ কিছু দ্বি-পাক্ষিক সিরিজ। হুমকির মুখে রয়েছে ভবিষ্যতের অনেক সিরিজ, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপও।

ক্রিকেট বিশ্বে এভাবে আরও কয়েক মাস চললে বড় ধরনের বিপাকে পড়বে ক্রিকেট বোর্ডগুলো। এমনটাই  আশঙ্কা করে দুর্বল বোর্ডগুলো পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অভিজ্ঞ কর্মকর্তা হারুন লরগাত।

তিনি বলেন, ‘কঠিন এক পরিস্থিতি পার করছে বিশ্ব। যার প্রভাব পড়েছে বিশ্বের প্রত্যকটি ক্রীড়াক্ষেত্রে। বেশ কিছু ক্রিকেট বোর্ড বড় ধরনের সমস্যায় পড়েছে। যদি এই পরিস্থিতি আরও কিছু দিন বিরাজমান থাকে তবে যারা আর্থিকভাবে শক্তিশালী, তারাও বাদ পড়বে না। তাদেরকেও সমস্যার সম্মুখীন হতে হবে।’

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় এগিয়ে আসা উচিত ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসির। লরগাতও তাই মনে করছেন। তিনি বলেন, ‘এখন অর্থনৈতিকভাবে তুলনামূলক দুর্বল দেশগুলোকে নিজেদের টিকিয়ে রাখতে বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। অনেক দেশের তো, অন্যদের সহযোগিতা ছাড়া মৌলিক খরচ চালানোর ক্ষমতাও নেই। এই অবস্থায় ছোট দেশগুলোকে আইসিসির সাহায্য করা উচিত।’

ক্রিকেটের তিন মোড়ল- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বিশ্বের মধ্যে আর্থিকভাবে অনেক বেশি শক্তিশালী। কিন্তু তাদেরকেও বড় ধরনের লোকসান গুনতে হবে, এটিও মনে করিয়ে দিয়েছেন লরগাত, ‘অন্য দেশগুলো সমস্যা দেখতে পাচ্ছে। কিন্তু আর্থিকভাবে শক্তিশালী তিন মোড়ল, এখন সমস্যা দেখছে না। তবে পরিস্থিতি খারাপ দিকে যেতে থাকলে তিন মোড়লকেও ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়তে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে এবং ভারত সিরিজ বাদ হলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে।

এখন আইপিএল না হলে বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ৪ হাজার কোটি রুপি। আবার আইপিএল না হলে সরকারি সম্প্রচারকারী সংস্থাকে ১৫শ’ কোটি রুপি ফেরত দিতে হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ২০১৫ সালে ভারতীয় জিডিপিতে আইপিএলের অবদান ছিল ১ হাজার ১শ ৫০ কোটি রুপি। ২০১৫ সালের পর তা আরও বেড়েছে।’

তিন মোড়ল এখনই সমস্যা না দেখতে পেলেও, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকার মতো বোর্ডগুলোর সম্প্রচার সত্ত্ব যদি রিনিউ না হয়, তাহলে ক্রিকেট বোর্ডগুলো বিপদে পড়বে বলে ধারণা করা হচ্ছে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় আক্রান্ত প্রোটিয়া অলরাউন্ডার

করোনায় আক্রান্ত প্রোটিয়া অলরাউন্ডার

কোয়ারেন্টাইনে থেকে হলেও অস্ট্রেলিয়া সফর চায় ভারত

কোয়ারেন্টাইনে থেকে হলেও অস্ট্রেলিয়া সফর চায় ভারত

ফুটবলের পর মাঠে ফিরছে ক্রিকেট

ফুটবলের পর মাঠে ফিরছে ক্রিকেট

‘অলিম্পিকে টি-টেন ক্রিকেট রোমাঞ্চিত হবে’

‘অলিম্পিকে টি-টেন ক্রিকেট রোমাঞ্চিত হবে’