অস্ট্রেলিয়ার সূচিতে নারাজ ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ এএম, ৩০ মে ২০২০
অস্ট্রেলিয়ার সূচিতে নারাজ ভারত

ফাইল ছবি

চারিদিকে যখন ক্রিকেট মাঠে ফেরা নিয়ে শঙ্কা ঠিক তখনই ভারতের অস্ট্রেলিয়া সফরের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু তা যে চূড়ান্ত নয় এবং তাতে যে ভারত সন্তুষ্ট নয় তা জানিয়ে দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ায় যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তবে ভারত সফরের সূচিতে পরিবর্তন হবে। তার ভাষ্যমতে, ‘যে সূচি প্রকাশিত হয়েছে তা আট বছরের ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুসারে আগে থেকে পরিকল্পিত। আইসিসি যদি এই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না করে, তা হলে অক্টোবরে অস্ট্রেলিয়ায় যাব কেন? কেনই বা ফিরে আসব আর আবার যাব?’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত সূচি অনুসারে অক্টোবরে অস্ট্রেলিয়ায় গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত আর টেস্ট সিরিজ শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়, তা হলে ভারতীয় দলকে প্রায় তিন মাস থাকতে হবে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপ না হলে অবশ্য মাঝখানে ফাঁকা সময় বেরিয়ে পড়বে। গুঞ্জন আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেই সময়ে আইপিএল আয়োজনের ভাবনা রয়েছে বিসিসিআইয়ের।

তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচি করেছে, এই ভাবে পরিকল্পনা সাজিয়েছে। ওরা আয়োজক দেশ। সম্প্রচারকারী সংস্থা ও অন্যদের কাছে এগুলো চূড়ান্ত করা প্রয়োজন, যাতে তারাও পরিকল্পনা করতে পারে। তবে এই সিরিজের আগে এখনও চার-পাঁচ মাস সময় রয়েছে। সূচি অনুসারে জুলাইয়ে আমাদের শ্রীলঙ্কা সফর রয়েছে। যদি ক্রিকেটারদের পক্ষে সফর করা নিরপদ হয়, তবে আমরা খেলব। এখনও কোনও কিছুই বাতিল করা হয়নি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের ৫৫ জনের অনুশীলন দলে নেই হেলস-প্লাঙ্কেট

ইংল্যান্ডের ৫৫ জনের অনুশীলন দলে নেই হেলস-প্লাঙ্কেট

অস্ট্রেলিয়ার চোখে উচ্চ ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার চোখে উচ্চ ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের ১১ মাস পর প্রাইজমানি পাচ্ছে টাইগাররা

বিশ্বকাপের ১১ মাস পর প্রাইজমানি পাচ্ছে টাইগাররা

বিশ্বকাপ দেরিতে শুরু হলে আমাদের জন্য লাভ : রিয়াদ

বিশ্বকাপ দেরিতে শুরু হলে আমাদের জন্য লাভ : রিয়াদ