‘খেল রত্ন’ পুরস্কারে মনোনীত রোহিত শর্মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ এএম, ৩১ মে ২০২০
‘খেল রত্ন’ পুরস্কারে মনোনীত রোহিত শর্মা

ফাইল ছবি

বেশ কয়েক বছর ধরে নিয়মিতভাবে দুর্দান্ত খেলে চলেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালটাও কাটিয়েছেন দুর্দান্ত। ঠিক যেন স্বপ্নের মতো, বিশেষ করে বললে ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ফরম্যাটে।

টেস্টে ৯২.৬৬ গড়ে করেছেন ৫৫৬ রান আর বিশ্বকাপে রেকর্ড পাঁচ সেঞ্চুরিসহ ওয়ানডেতে ৫৭.৩০ গড়ে করেছেন ১৬৫৭ রান। তারই ফলশ্রুতিতে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষে থেকে দেশের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার 'রাজীব গান্ধী খেল রত্ন'র জন্য মনোনীত হলেন রোহিত শর্মা।

এছাড়া অর্জুনা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান ও নারী ক্রিকেট দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা। রোহিত জিতলে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমরা অনেক তথ্য-পরিসংখ্যান নিয়ে বসে, বিভিন্ন মানদণ্ড বিবেচনায় এ সংক্ষিপ্ত তালিকা করেছি। ব্যাটসম্যান হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে রোহিত। আমরা মনে করি তার নিবেদন, ধারাবাহিকতা এবং নেতৃত্বগুণ খেল রত্ন পুরস্কারের জন্য যথাযথ।’

তিনি আরও বলেন, ‘দলের অন্যতম সিনিয়র সদস্য ইশান্ত শর্মা। দীর্ঘদিন টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে থাকার ক্ষেত্রে ইশান্তের অবদান ছিল অনেক। অন্যান্য পেস বোলারদের মতো ইশান্তও ইনজুরিতে পড়েছে বারবার, তবে ঘুরে দাঁড়িয়েছে আবার। শিখর ধাওয়ান ধারাবাহিকভাবে রান করেছে আইসিসি ইভেন্টে। দিপ্তী শর্মাও অসাধারণ এক অলরাউন্ডার।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

ধোনির অসহায় মুখই সেদিন জিততে সহায়তা করেছিল : রায়না

ধোনির অসহায় মুখই সেদিন জিততে সহায়তা করেছিল : রায়না

ক্রিকেটের সব ম্যাচই পাতানো হয় : দাবি ভারতীয় বুকির

ক্রিকেটের সব ম্যাচই পাতানো হয় : দাবি ভারতীয় বুকির

ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

ক্রিকেটে ‘করোনা বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড