মাদুশঙ্কাকে সুযোগ দিতে বলছেন মালিঙ্গা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৩ জুন ২০২০
মাদুশঙ্কাকে সুযোগ দিতে বলছেন মালিঙ্গা

সম্প্রতি হেরোইনসহ আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে গ্রেপ্তার হন লঙ্কান পেসার শেহান মাদুশঙ্কা। এরপর সব ফরম্যাট থেকে মাদুশঙ্কাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলংকা টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা মনে করেন, ভুল শুধরে নেওয়ার জন্য মাদুশঙ্কাকে একবার সুযোগ দেওয়া উচিত।

২৩ মে করোনাভাইরাসের মধ্যে কারফিউ অবস্থায় পান্নালা শহরে নিজের এক সঙ্গীসহ গাড়ি ড্রাইভ করছিলেন ২৫ বছর বয়সি মাদুশঙ্কা। এ সময় তাদের গাড়ি গতিরোধ করে তল্লাশি চালিয়ে ২ দশমিক ৫ গ্রাম হেরোইন পায় আইন-শৃঙ্খলাবাহিনী। পরবর্তীতে আটকের পর স্থানীয় ম্যাজিস্ট্রেট মাদুশঙ্কাকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরমধ্যেই মাদুশঙ্কাকে নিষিদ্ধও করে লঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু এ অবস্থায় মাদুশঙ্কার পাশে দাঁড়ালেন মালিঙ্গা। তিনি বলেন, ‘ভুল সবাই করে কিন্তু তাই বলে কোন সম্ভবনাময়ী ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করে দেওয়া উচিত নয়। আমার মতে মাদুশঙ্কাকে আরও একবার সুযোগ দেওয়া উচিত ক্রিকেট বোর্ডের।’

মালিঙ্গা আরও বলেন, ‘মাদুশঙ্কা দেশের জন্য এমন বিনিয়োগ যে কি-না দলের জন্য অমূল্য সম্পদ হতে পারে। কেন সে মাদক নিচ্ছে সেটা তো আগে আমাদের খুঁজে বের করতে হবে। ব্যক্তিগত কোনো সমস্যা দূর করার জন্য সে এই কাজ করতে পারে, কিন্তু এটা তো সমস্যা সমাধানের কোনো সঠিক পথ হলো না। তার আরও একবার সুযোগ পাওয়া উচিত।’

মাদুশঙ্কার বোলিংয়ের প্রশংসা করেন তিনি বলেন, ‘সে একজন প্রতিভাবান বোলার এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অভিষেকেই হ্যাটট্রিক করে, তার প্রতিভার প্রমাণ দিয়েছে। আমিও কিন্তু অভিষেকে হ্যাটট্রিক করতে পারিনি। সে পেস বোলার, ভালো একজন ফিল্ডারও। এছাড়া শেষের দিকে ভালো ব্যাটও করতে পারে । ২০২২ পর্যন্ত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায়, আমাদের উচিত দ্রুত বল করতে পারে এমন কাউকে মূল্যায়ন করা, তার প্রতি খেয়াল রাখা।’

শাস্তি হলেও মাদুশঙ্কার পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত বলে জানান মালিঙ্গা। তিনি বলেন, ‘যারা মাদক সেবন করে, তারা এমনিতেই কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। তারাও চায় মাদক ছাড়তে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় সবকিছুই কঠিন হয়ে পড়ে। তার বয়স খুব কম তাই, আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এবং তার পুনর্বাসনের ব্যবস্থা করা ও তাকে সঠিক পথে নিয়ে আসা।’

২০১৮ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকে চমকে দিয়েছিলেন মাদুশঙ্কা। ওই সফরের পর দলে আর সুযোগ পাননি ২৫ বছর বয়সি মাদুশঙ্কা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকে দেখেই নিজেকে বদলেছেন তামিম

কোহলিকে দেখেই নিজেকে বদলেছেন তামিম

সময়ের সেরা দুই ক্রিকেটারের নাম জানালেন সাঙ্গাকারা

সময়ের সেরা দুই ক্রিকেটারের নাম জানালেন সাঙ্গাকারা

ইংল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে খেলা দারুণ ব্যাপার হবে : প্ল্যাঙ্কেট

ইংল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে খেলা দারুণ ব্যাপার হবে : প্ল্যাঙ্কেট

ভারতের বিপক্ষেও ‘জোচ্চুরি’ করেছিলেন রশিদ লতিফ

ভারতের বিপক্ষেও ‘জোচ্চুরি’ করেছিলেন রশিদ লতিফ