গাঙ্গুলি আইসিসির সভাপতি হলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন কানেরিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৮ জুন ২০২০
গাঙ্গুলি আইসিসির সভাপতি হলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন কানেরিয়া

ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হলে স্পট ফিক্সিংয়ের দায়ে নিজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করতে চান পাকিস্তানের লেগস্পিনার দানিশ কানেরিয়া।

ভারতের একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন কানেরিয়া। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি গাঙ্গুলির কাছে আবেদন করব এবং আমি নিশ্চিত যে, আইসিসি সর্বাত্মকভাবে আমাকে সাহায্য করবে।’

গাঙ্গুলির প্রতি অগাধ বিশ্বাস থেকেই এমন চিন্তা এসেছে কানেরিয়ার। গাঙ্গুলির আইসিসির সভাপতি হওয়ার যোগ্যতা আছে বলে মনে করেন তিনি, ‘আইসিসিরি প্রধান পদের জন্য আদর্শ প্রার্থীদের একজন গাঙ্গুলি। অসাধারণ একজন ক্রিকেটার ছিলেন। তিনি সবকিছুর তারতম্য বুঝেন। আইসিসির সভাপতি পদের জন্য তার চেয়ে ভালো আর কোন প্রার্থী হয় না।’

গাঙ্গুলি আইসিসির সভাপতি হলে ক্রিকেটকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাবেন বলে মনে করেন কানেরিয়া। তিনি বলেন, ‘ভারতকে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন গাঙ্গুলি। পরে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি সামনের দিকে তা টেনে নিয়ে গেছেন। বর্তমানে বিসিসিআিই’র সভাপতি গাঙ্গুলি, আমি বিশ্বাস করি আইসিসির সভাপতি হলে ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাবেন তিনি।’

আইসিসির সভাপতি হতে গাঙ্গুলির পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমর্থন প্রয়োজন নেই বলে মনে করেন কানেরিয়া। তিনি বলেন, ‘আইসিসি সভাপতি হওয়ার যোগ্যতা আছে গাঙ্গুলির। আমি মনে করি না, গাঙ্গুলির পিসিবির সমর্থনের প্রয়োজন রয়েছে।’

২০১২ সালে ইংলিশ কাউন্টিতে এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নিষিদ্ধ হন কানেরিয়া। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালে দোষ স্বীকার করেন ৩৯ বছর বয়সী কানেরিয়া। পাকিস্তানের হয়ে ৬১ টেস্টে ২৬১ উইকেট ও ১৮ ওয়ানডেতে ১৫ উইকেট শিকার করেন কানেরিয়া।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় মাঠে ফিরলো ক্রিকেট, ছিল দর্শকও

অস্ট্রেলিয়ায় মাঠে ফিরলো ক্রিকেট, ছিল দর্শকও

আইসিসির নতুন গাইডলাইন মানা কঠিন চ্যালেঞ্জ : সাঙ্গাকারা

আইসিসির নতুন গাইডলাইন মানা কঠিন চ্যালেঞ্জ : সাঙ্গাকারা

বাংলাদেশ নারী দলে বিদেশি কোচ চায় বিসিবি

বাংলাদেশ নারী দলে বিদেশি কোচ চায় বিসিবি

বাংলাদেশকে বাদ দিয়ে ভিন্ন পরিকল্পনা করছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে বাদ দিয়ে ভিন্ন পরিকল্পনা করছে শ্রীলঙ্কা