অস্ট্রেলিয়ায় মাঠে ফিরলো ক্রিকেট, ছিল দর্শকও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৮ জুন ২০২০
অস্ট্রেলিয়ায় মাঠে ফিরলো ক্রিকেট, ছিল দর্শকও

প্রাণঘাতি করোনাভাইরাসের মধ্যেই রানীর জন্মদিন উপলক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পুনরায় ক্রিকেট ফিরলো। একই সাথে মাঠে বসে ক্রিকেট ম্যাচ উপভোগ করার সুযোগও পেল দর্শকরা।

শনিবার (৬ জুন) রানীর জন্মদিন উপলক্ষে ডারউইনে শুরু হয়েছে টি-টোয়েন্টে টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে এই টি-টোয়েন্টি আসরের নাম ‘সিডিইউ টপ অ্যান্ড টি-টোয়েন্টি’। ১৫ ম্যাচের এ টুর্নামেন্ট চলবে ৮ জুন পর্যন্ত।

টুর্নামেন্টে খেলা দেখার সৌভাগ্য হয়েছে ক্রিকেটপ্রেমিদের। মাঠে প্রবেশ করে গ্যালারিতে খেলা উপভোগ করেছেন তারা। সর্বমোট ৫শ দর্শক মাঠে ঢোকার অনুমতি পেয়েছেন।

করোনাভাইরাসের কারণে জমায়েত হওয়ার সুযোগ ছিল না কোথাও। রানীর জন্মদিন উপলক্ষে এই টুর্নামেন্টে আয়োজনের অনুমতি দেওয়া হয়। সাতটি ডারউইন প্রিমিয়ার গ্রেড ক্লাব অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এনটি ক্রিকেট এবং চার্লস ডারউইন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ম্যাচগুলো আয়োজন করা হবে।

ম্যাচগুলোর ভেন্যু নির্ধারণ করা হয়েছে, মারারা ক্রিকেট গ্রাউন্ড, গার্ডেনস ওভাল এবং কাজালিজ ওভাল। প্রত্যেক দিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠি হবে। স্থানীয় সময় সকাল ১০টা ও দুপুর ২টায় শুরু হবে খেলাগুলো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

শচীন সেরা ব্যাটসম্যান, ক্যালিস পরিপূর্ণ ক্রিকেটার

শচীন সেরা ব্যাটসম্যান, ক্যালিস পরিপূর্ণ ক্রিকেটার

কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্মিথ

কোহলির প্রশংসায় পঞ্চমুখ স্মিথ

দুই মাস পর অনুশীলনে স্মিথ-ওয়ার্নাররা

দুই মাস পর অনুশীলনে স্মিথ-ওয়ার্নাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের পরামর্শ সাঙ্গাকারার

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের পরামর্শ সাঙ্গাকারার