সেরা তিন পেসারের থেকে যে গুণগুলো নিতে চান রাবাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ এএম, ১০ জুন ২০২০
সেরা তিন পেসারের থেকে যে গুণগুলো নিতে চান রাবাদা

ফাইল ছবি

অভিষেকের পর থেকেই ক্রমান্বয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। ২০১৫ সালে অভিষেকের পর থেকে নিজের বোলিং কারিশমাতে নিজেকে অধিষ্ঠিত করেছেন বর্তমান দলের পেস কান্ডারী হিসেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাবাদাকে এক ভক্ত প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে, সর্বকালের সেরা পেস বোলারদের কিছু কিছু ভাল গুণ যদি নিতে বলা হয় তাকে, তা হলে কাদের থেকে তিনি কোন গুণগুলো গ্রহণ করবেন।

প্রোটিয়া বোলার সেই প্রশ্নের জবাবে বলেন, ‘সর্বকালের সেরা বোলারদের কিছু গুণ যদি আমাকে নিতে বলা হয়, তা হলে শোয়েব আখতারের গতি, ম্যাকগ্রার বাউন্স, লাইন ও লেন্থ এবং জেমস অ্যান্ডারসনের সুইং বোলিং আমি নেওয়ার চেষ্টা করব।’

ব্যাটসম্যানদের গতি দিয়ে বিব্রত করেন রাবাদা। সেই সঙ্গে তাদের স্লেজিং করতেও পিছপা হন না তিনি। কিন্তু রাবাদা চান মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকুক। তার জের যেন মাঠের বাইরে না আসে।

রাবাদা বলেন, ‘অনেকেই মনে করেন আমি খুব মাথা গরম করি। ঘটনা হল, স্লেজিং খেলারই অঙ্গ। কোনও পেস বোলারকেই ব্যাটসম্যান পছন্দ করে না। তবে একটা কথা মনে রাখতে হবে, বোলার ও ব্যাটসম্যানের লড়াই যেন মাঠেই সীমাবদ্ধ থাকে। খেলার শেষে দু’জনেই যেন হাত মেলায় একে অপরের সঙ্গে। একে অপরকে যেন শ্রদ্ধা করে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে সিনিয়র ক্রিকেটারদের ‘অনীহা’

শ্রীলঙ্কা সফরে সিনিয়র ক্রিকেটারদের ‘অনীহা’

অধিনায়কত্বে স্টোকস, পিটারসনের না

অধিনায়কত্বে স্টোকস, পিটারসনের না

ক্রিকেটারদের সুরক্ষায় আসছে করোনা পোশাক

ক্রিকেটারদের সুরক্ষায় আসছে করোনা পোশাক

হেলসকে সুযোগ দিতে বলছেন ভন

হেলসকে সুযোগ দিতে বলছেন ভন