লালা নিষিদ্ধ করে জরিমানা বিধান করলো আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৭ এএম, ১০ জুন ২০২০
লালা নিষিদ্ধ করে জরিমানা বিধান করলো আইসিসি

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অবশেষে ক্রিকেট বলের উজ্জ্বলতা বাড়ানোর জন্য মুখের লালা ব্যবহারে লাগাম টানলো ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। শুধু তাই নয়, একাধিকবার সতর্ক করার পরও বলে লালা ব্যবহার করলে জরিমানাও করতে পারবেন ম্যাচের সংশ্লিষ্ট আম্পায়াররা।

মঙ্গলবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এসব তথ্য জানিয়েছে।

করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট ম্যাচের বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছে। যা মধ্যে অন্যতম বলের উজ্জ্বলতা বৃদ্ধির লালা ব্যবহার নিষিদ্ধকরণ এবং হোম সিরিজের স্বাগতিক দেশে আম্পায়ারদের আন্তর্জাতিক সিরিজে অনুমতি দেওয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটি (সিইসি) অনিল কুম্বলে নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশগুলো অনুমোদন দেওয়া হয়। যার প্রধান লক্ষ্য করোনাভাইরাস দ্বারা সৃষ্ট ঝুঁকি হ্রাস করা এবং ক্রিকেট পুনরায় শুরু হওয়ায় খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের সুরক্ষা রক্ষা করা।

বলা হয়, বল উজ্জ্বল করতে লালা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। কোনও খেলোয়াড় যদি বলে লালা প্রয়োগ করে তাহলে দায়িত্বরত আম্পায়াররা প্রাথমিকভাবে কিছুটা শিথিলতার সাথে পরিস্থিতি পরিচালনা করবেন। একই সাথে পরবর্তীতে যেন আবারও লালা ব্যবহার না করা হয় সে বিষয়ে সতর্ক করা হবে।

জরিমানার বিষয়ে বলা হয়, প্রতি ইনিংসে দুইবার সতর্কতা জারি করা হবে। তবে বার বার বলে লালা ব্যবহার করলে পাঁচ রান জরিমানা করে তা প্রতিপক্ষ দলের রানের সাথে যোগ করা হবে। এছাড়া যখনই বলে লালা প্রয়োগ করা হবে তখনই বল পরিষ্কার করে পুনরায় খেলার নির্দেশ দেবেন আস্পায়াররা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ না হলে ভারতের আইপিএল আয়োজনের অধিকার আছে : হোল্ডিং

বিশ্বকাপ না হলে ভারতের আইপিএল আয়োজনের অধিকার আছে : হোল্ডিং

বিশ্বকাপে সেরা মুহূর্তের খেতাব জিতলো বাংলাদেশ

বিশ্বকাপে সেরা মুহূর্তের খেতাব জিতলো বাংলাদেশ

অস্ট্রেলিয়ার চোখে উচ্চ ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার চোখে উচ্চ ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির

ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির