সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ এএম, ২৮ মার্চ ২০২১
সুপার লিগে আফগানিস্তানের নীচে নেমে গেল বাংলাদেশ

ভারতে ২০২৩ বিশ্বকাপ খেলতে প্রত্যেকটি দলের জন্য গুরুত্বপূর্ণ সুপার লিগের পয়েন্ট। সেই যাত্রায় সঠিক পথেই ছিল বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের হোয়াইটওয়াশ হওয়ায় পথ হারালো টাইগাররা। আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নীচে।

দেশের মাটিতে সফররত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে আইসিসি ওয়ানডে সুপার লিগে উড়ন্ত সূচনা করেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ানডে দল। পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করে ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে পেছনে ফেলে টেবিলের ২ নম্বরে জায়গা করে নিয়েছিল টাইগাররা। তবে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে নীচে নামিয়ে উপরে ওঠে গেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড সিরিজ শেষে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ হারে ৩০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। টাইগারদের ওপরে থাকা নিউজিল্যান্ড ও আফগানিস্তানের পয়েন্টও সমান ৩০ করে। তবে রান রেটে এগিয়ে থাকায় তাদের অবস্থান যথাক্রমে ৩ ও ৪ নম্বরে।

৩০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে বাংলাদেশের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। সমান ৩০ পয়েন্ট করে নিয়ে ৩ থেকে ৬ নম্বরে থাকা দলগুলো রান রেট হলো -নিউজিল্যান্ড +২.৩৫২, আফগানিস্তান +০.৫২৭, বাংলাদেশ -০.০০৯ এবং ওয়েস্ট ইন্ডিজের -০.৮৭৬।

ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশের নীচে রয়েছে পাকিস্তান (২০ পয়েন্ট) ও ভারত (১৯ পয়েন্ট)। এছাড়া সমান ৪০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে এক এবং দুই নম্বরে ইংল্যান্ড (+০.৫৩৮) এবং অস্ট্রেলিয়া (+০.৩৪৭)।

আইসসির নতুন নিয়মানুযায়ী ওয়ানডে সুপার লিগের শীর্ষ ৮ দল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। তবে ২০২৩ বিশ্বকাপে ভারত স্বাগতিক হওয়ায় এ নিয়ম থেকে তারা রক্ষা পাবে। এছাড়া বাকি দুই দলকে বাছাইপর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সহজ কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি : তামিম

সহজ কথা, আমরা ভালো ক্রিকেট খেলিনি : তামিম

রেকর্ড ব্যবধানের হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রেকর্ড ব্যবধানের হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

আইপিএলের জন্য টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন-বোল্টসহ ৬ ক্রিকেটার

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়

সাকিবের ছুটি ৪৮ দিন, পুরো আইপিএল নয়