ওয়ানডেতেও ভারতের কাছে সিরিজ খোয়ালো ইংলিশরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১০ এএম, ৩০ মার্চ ২০২১
ওয়ানডেতেও ভারতের কাছে সিরিজ খোয়ালো ইংলিশরা

নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও নিজেদের করে নিলো বিরাট কোহলির ভারত। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাত্র ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে স্বাগতিকরা।

চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-১, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে দীর্ঘ ভারত সফর শেষ করলো ইংল্যান্ড ক্রিকেট দল।

রোববার (২৮ মার্চ) সিরিজের শেষ এবং অঘোষিত ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে মেনে পুরো ৫০ ওভার টিকতে পারেনি ভারত। তবে ৪৮ দশমিক ২ ওভারে অলআউট হওয়ার আগে ৩২৯ রানের সংগ্রহ গড়ে স্বাগতিক ভারত।
sportsmail24
ম্যাচ এবং ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও হার এড়াতে পারেননি স্যাম কারেন

জবাবে ভারতের বোলাদেরও তোপের মুখে পড়ে ইংল্যান্ড। দলীয় স্কোর শতরানে পৌঁছানোর আগেই ৪ জনকে হারায় তারা। শুধু তাই নয়, নিযতিম উইকেট হারানোর মিছিলে ২শ’ রানে ৭ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। তবে ৭ নম্বরে ব্যাট হাতে নেমে শেষ পর্যন্ত লড়াই করেন স্যাম কারেন।

জয় থেকে ১৬২ রান দূরে থাকতে ব্যাট হাতে নেমে দুর্দান্ত ইনিংস খেলে স্যাম কারেন। তবে দলের হার এড়াতে পারেননি তিনি। জয় থেকে মাত্র ৮ রান দূরে থেকে থেমে যেতে হয়েছে। ভারতের ৩২৯ রানের জবাবে ৩২২ রান করে ইংল্যান্ড।

শেষ ওয়ানডেতে ৭ রানে জয় তুলে সিরিজ জয়ও করেছে বিরাট কোহলিরা। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে নেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয় করলো ভারত।
sportsmail24
২-১ ব্যবধানে ভারতের সিরিজ জয়

দল হারলেও ৮৩ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৯৫ রানে অপরাজিত ইনিংস খেলায় ম্যাচ সেরা হয়েছেন ২২ বছর বয়সী অলরাউন্ডার স্যাম কুরান।

টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হারের স্বাদ পাওয়া ইংলিশদের খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে। যদিও বিশ্বকাপের আগে দলের প্রস্তুতিটা ভালোই হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৪৮.২ ওভারে ৩২৯ (রোহিত ৩৭, ধাওয়ান ৬৭, পান্ত ৭৮, হার্দিক ৬৪; কারেন ৫-০-৪৩-১, উড ৭-১-৩৪-৩, রশিদ ১০-০-৮১-২)

ইংল্যান্ড : ৫০ ওভারে ৩২২/৯ (রয় ১৪, স্টোকস ৩৫, মালান ৫০, কারেন ৯৫*, রশিদ ১৯; ভুবনেশ্বর ১০-০-৪২-৩, নাটরাজন ১০-০-৭৩-১, শার্দুল ১০-০-৬৭-৪)।

ম্যাচ সেরা : স্যাম কারেন (ইংল্যান্ড)
সিরিজ সেরা : জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের সিরিজ হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

ইংল্যান্ডের সিরিজ হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ব্যাটে-বলে দুর্দান্ত ভারত, টি-টোয়েন্টিতেও বাজিমাত

ব্যাটে-বলে দুর্দান্ত ভারত, টি-টোয়েন্টিতেও বাজিমাত

মোদির সাক্ষাতে সম্মানিত বোধ করছেন সাকিব

মোদির সাক্ষাতে সম্মানিত বোধ করছেন সাকিব