আমাদের হারানোর কিছু নেই, বাংলাদেশ হারাতে এসেছি : উদানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ এএম, ২১ মে ২০২১
আমাদের হারানোর কিছু নেই, বাংলাদেশ হারাতে এসেছি : উদানা

আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এ সিরিজের আগে কোয়ারেন্টাইন শেষ করে বৃহস্পতিবার (২০ মে) দ্বিতীয় দিনের মত অনুশীলন করেছে শ্রীলঙ্কা দল। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেন লঙ্কান পেসার ইসুরু উদানা। 

দলীয় অনুশীলনের পর শ্রীলঙ্কা দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাঁহাতি পেসার ইসুরু উদানা। তিনি বলেন, ‘ব্যাপরটা হল আমাদের এখন এই বায়ো বাবল বিষয়টার সঙ্গে অভ্যস্ত হতে হবে। সামনে যে পরিকল্পনাগুলো আসবে সেগুলো মেনে চলতে হবে। আমার মনে হয় আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে গেছি। কারণ কলম্বোতে আমরা ৫-৬ দিনের অনুশীলন ক্যাম্প করেছি। এখানে দুটি সেশন পেয়েছি, তো আমরা তৈরি।‘

বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে দলের ছয় সিনিয়র ক্রিকেটারদেরকে দল থেকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কান নির্বাচক কমিটি জানায় ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে তরুণ একটি দল গড়ে তুলছেন তারা। এ বিষয়ে উদানা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার আছেন। বিপরীতে আমরা তরুন দল নিয়ে এসেছি কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক।‘

sportsmail24

জাতীয় দলের সফর ছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেছেন উদানা। বিপিএলে খেলার অভিজ্ঞতা থাকায় নিজেকে বাংলাদেশের কন্ডিশন এবং ক্রিকেটারদের সম্পর্কে ভালো জানা আছে তার। বাংলাদেশে খেলার অভিজ্ঞতা নিয়ে উদানা বলেন, ‘আমি এখানে ৪-৫ মৌসুম বিপিএল খেলেছি। সেদিক থেকে আমার অভিজ্ঞতা আছে এখানে খেলার। কিন্তু নির্দিষ্ট দিনে কোন ম্যাচ জিততে হলে সেরাটা দিতে হয়। আমরা এখন সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সিলেকশনের (একাদশ) বিষয়টা তো আমাদের হাতে নেই। আমরা এখানে এসেছি মাঠে সেরা পারফরম করতে।‘

তরুন ক্রিকেটার নিয়ে ২০২৩ বিশ্বকাপের যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কা। এ দল নিয়ে শ্রীলঙ্কা কেমন খেলবে সেটা নিয়ে অনেক ক্রিকেট বিশ্লেষকই বেশ সন্দিহান। তরুণ দলের উপরই ভরসা রাখছেন ইসুরু উদানা। তিনি জানান, প্রতি ম্যাচেই দায়িত্ব নিয়ে খেলতে হবে। নির্দিষ্ট দিনে তরুণ কেউ ভালো পারফর্ম করতে পারে। তাই আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।

নিজের বিপিএল খেলার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে ইসুরু উদানা বলেন, ‘এটা খুব ভাল অভিজ্ঞতা ছিল। আমি প্রথমবার খেলেছি। বিশ্বের সেরা লিগ এটা। তাই আমার জন্য এটা বড় অভিজ্ঞতা ও সুযোগ ছিল।‘

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে দুই দলের জন্যই বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে অতিরিক্ত গরম। তবে এটা শ্রীলঙ্কা দলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না বলে মনে করেন এ বাঁহাতি পেসার। এছাড়াও সাম্প্রতিক সময়ে স্লোয়ার ডেলিভারিতেও বেশ ভয়ংকর হয়ে উঠেছেন তিনি। এ বিষয়ে উদানা বলেন, ‘খুব একটা সমস্যা হবে না। কারণ শ্রীলঙ্কায় এখান থেকেও বেশি গরম পরছে ইদানিং। প্রথমে আমাকে উইকেট দেখতে হবে। যখন দেখবো উইকেট কিছুটা স্লো, এখানে স্লোয়ার ব্যাবহার করে সফল হওয়া যাবে তখন আমি এ ডিলেভারি করতে পারব। চার বছর ধরেই স্লোয়ার করে আসছি। যখন আত্মবিশ্বাস থাকে যে এটা দিলে সাফল্য পাব তখন ব্যাবহার করি।‘

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

তামিম-মুশফিকের ব্যাটে রান, সাকিবদের হার

মাশরাফিকে দেখে কলকাতা নেতাদের শিক্ষা নেওয়ার আর্জি

মাশরাফিকে দেখে কলকাতা নেতাদের শিক্ষা নেওয়ার আর্জি

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস

বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা, জায়গা পাননি ইমরুল কায়েস

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ার-ম্যাচ রেফারি সবাই বাংলাদেশি

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে আম্পায়ার-ম্যাচ রেফারি সবাই বাংলাদেশি